IPL 2025-এ খেলবেন ধোনি? ভিতরের‌ খবর প্রকাশ‌ করলেন সুরেশ রায়না

By :  techgup
Update: 2024-04-17 12:30 GMT

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) মাঠের ভিতরে এবং বাইরে বিপুল জনপ্রিয়তার কারণে বেশিরভাগ সময় আলোচনার মধ্যে থাকেন। তার মতো ক্রিকেট ব্যক্তিত্ব বিশ্ব ক্রিকেটে খুবই কমই এসেছে। তাই ব্যাট হাতে ধোনিকে পারফরমেন্স করতে দেখতেই ভক্তরা সবচেয়ে বেশি পছন্দ করেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক একমাত্র আইপিএলে (IPL 2024) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে অংশগ্রহণ করছেন। তবে তার আইপিএল থেকেও অবসর নেওয়ার বিষয়ে প্রতি বছর গুঞ্জন তৈরি হয়। এবার সুরেশ রায়না (Suresh Raina) এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। তবে এই বছর টুর্নামেন্ট শুরু আগে ৪২ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান চেন্নাইয়ের নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যান। তার পরিবর্তে এখন রুতুরাজ গায়কোয়াড দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে ধোনির এক ঝলক ব্যাটিং দেখার জন্য এই বছরও কোটি কোটি দর্শকের সমানভাবে উন্মাদনা দেখা যাচ্ছে। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার করা পর পর ৩ বলে ৬ মেরে তিনি প্রমাণ করেছেন এখনও তার অনেক কিছু দেওয়া বাকি।

এমনকি অসংখ্য ভক্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে অবসর ভেঙ্গে আবার জাতীয় দলে ফিরে আসার জন্য আবেদন করছেন। তবে বয়সের কারণে এই বছর আইপিএল কী মহেন্দ্র সিং ধোনির শেষ টুর্নামেন্ট হতে চলেছে তা নিয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট মহলে বিভিন্ন আলোচনা সামনে এসেছে। এবার জিও সিনেমায় এক আলাপচারিতায় চেন্নাই সুপার কিংসের দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না ভক্তদের আশ্বস্ত করলেন। ধোনির এটাই শেষ আইপিএল মরসুম কী না প্রশ্নের উত্তরে রায়না বলেন, "খেলেঙ্গে" অর্থাৎ তিনি পরবর্তী মরসুমেও খেলবেন।

https://twitter.com/CricCrazyJohns/status/1780534179509489821

উল্লেখ্য মহেন্দ্র সিং ধোনি আইপিএলে এখনও পর্যন্ত ২৫৫ ম্যাচে মোট ৫১২৭ রান করেছেন। এছাড়াও চেন্নাইয়ের হয়ে তার ব্যাট থেকে ২৫০ ম্যাচে মোট ৫০১৬ রান এসেছে। সুরেশ রায়নার করা ৫৫২৯ রানের পরে এটাই চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান। অন্যদিকে চেন্নাই সুপার কিংস চলমান আইপিএলে এই মুহূর্তে ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে। তারা পরবর্তী ম্যাচে ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে।

Tags:    

Similar News