''এতদিন সিনেমায় দেখেছি এমন…", দুর্ঘটনার পর প্রথমবার মাঠে ফিরতেই‌ পান্থকে আসল হিরো বললেন সূর্য

By :  techgup
Update: 2024-03-23 13:30 GMT

ক্রিকেটারদের সাধারণ মানুষের মতোই একাধিক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়। ফলে অনেকেই এই জীবনের লড়াইয়ে হারিয়ে যায় আবার অনেকেই রাজার মতো মাঠে ফিরে এসে ইতিহাস তৈরি করেন। একইভাবে ঋষভ পান্থ (Rishabh Pant) গুরুতর দূর্ঘটনার বিরুদ্ধে লড়াই করে আজ আইপিএলে (IPL 2024) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে মাঠে নেমেছেন। এবার এই মুহূর্তকে উল্লেখ করে সতীর্থ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ঋষভের লড়াইয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ভারতের অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ দুর্ঘটনার মধ্যে পড়েন। এরপর তার আবার মাঠে ফেরার পথ যথেষ্ট কঠিন হয়ে যায়। তবে একাধিক জটিল চিকিৎসার মধ্যে দিয়ে ঋষভ ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেন। হার না মানা এই লড়াইয়ে লক্ষ লক্ষ ভক্তরা তার পাশে ছিল। আজ ২০২৪ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্ঘটনার পর প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ঋষভ পান্থ মাঠে নামলেন।

তার এই মাঠে ফেরাকে ঘিরে ক্রিকেট ভক্ত সহ সতীর্থদের মধ্যে মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আজ আইপিএলে ঋষভের মাঠে ব্যাট করতে নামার ভিডিও প্রকাশ করে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লেখেন, "সেই মুহূর্ত যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম‌। অনুপ্রেরণামূলক সিনেমা আমরা অনেক দেখেছি তবে এই বাস্তব জীবনের গল্পের কোনো জবাব নেই।"

https://twitter.com/surya_14kumar/status/1771494766166888586

উল্লেখ্য আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে প্রথমে টসে জিতে পাঞ্জাব বোলিং করার সিদ্ধান্ত নেয়। ফলে দিল্লির হয়ে ওপেনিং করতে নেমে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ দুরন্ত শুরু করেন। এরপর দলের হয়ে অধিনায়ক ঋষভ পান্থ ৪ নম্বরে ব্যাটিং করতে আসেন। তবে প্রথম ম্যাচে সেইভাবে প্রভাব ফেলতে না পারলেও তিনি ব্যাট হাতে ১৩ বলে ২ টি চারের মাধ্যমে মোট ১৮ রান করেছেন।

Tags:    

Similar News