এসেই স্থান দখল ঋষভের? থাকছেন বিরাট, মায়াঙ্ক এন্ট্রি নেবে? টি-২০ বিশ্বকাপের দল নিয়ে উঠে এলো একাধিক তথ্য

By :  techgup
Update: 2024-04-09 12:42 GMT

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় দল বাছাই নিয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট মহলে আলোচনা চলছে। চলমান আইপিএলে প্রতিটি ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর বিসিসিআই (BCCI) নির্বাচকদের কঠোর নজর রয়েছে। বিশেষ কিছু ক্রিকেটারদের নিয়ে এর আগেই ধোঁয়াশা তৈরি হয়েছিল এছাড়াও একাধিক নতুন ক্রিকেটার বিশ্বকাপে দলে আসবেন বলে অনেকে মনে করেছিলেন। এর মধ্যেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে একাধিক তথ্য সামনে এল।

২০২২ সালের ডিসেম্বর মাসে গুরুতর গাড়ি দুর্ঘটনায় পড়ার পর ঋষভ পান্থ (Rishabh Pant) দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। প্রায় ১৪ থেকে ১৫ মাস তিনি কঠিন লড়াইয়ের মাধ্যমে আবার এই আইপিএলে ফিরে এসে দিল্লি ক্যাপিটালসকে সফলতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। এর আগে পান্থের হাঁটুর চোট সমস্যা সবচেয়ে বেশি দলের কর্মকর্তাদের উদ্বেগের মধ্যে রেখেছিল। তবে ভারতীয় এই তারকা ব্যাটসম্যান চলমান টুর্নামেন্টে ধারাবাহিকভাবে উইকেটকিপিং করে ভক্তদের মুগ্ধ করেছেন। এছাড়াও ঋষভ পান্থের ব্যাট থেকে ৫ ম্যাচে এখনও পর্যন্ত মোট ১৫৩ রানের সঙ্গে দুটি অর্ধশতরান এসেছে। ফলে ক্রিকবাজের সূত্র অনুযায়ী ভারতীয় নির্বাচকদের বর্তমানে ঋষভ পান্থের পারফরম্যান্স নিশ্চিন্ত করেছে।

এপ্রিল মাসের শেষ সপ্তাহে বা মে মাসের প্রথম সপ্তাহে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল প্রকাশ করা হবে এবং সেই দলে বিরাট কোহলি (Virat Kohli) অবশ্যই থাকতে চলেছেন। এই বছর আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম শতরান করে মগ্ধ করেছেন। এছাড়াও এই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ৩ শীর্ষ ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ওপেনার হিসাবে থাকবেন। এর সঙ্গেই ব্যাটিং অর্ডারে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং রিঙ্কু সিং (Rinku Singh) ভরসা দেবেন।

৩ পেসার হিসাবে এই দলে জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং আর্শদীপ সিং (Arshdeep Singh) জায়গা করে নেবেন বলে মনে করা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ভারতীয় নির্বাচকরা খুব বেশি পরিবর্তন আনার দিকে হাঁটছেন না। তবে লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) দিকে তাদের বিশেষ নজর রয়েছে। তিনি সম্প্রতি আইপিএলে ধারাবাহিকভাবে ১৫০ কিমি/ঘন্টায় বল করে সকলকে চমকে দিয়েছেন। এখনও পর্যন্ত মায়াঙ্ক যাদব ৩ ম্যাচে মোট ৬ উইকেট সংগ্রহ করেছেন।

Tags:    

Similar News