IND vs ENG: গত ১৫ বছরে হয়নি, বিরাট-রাহুলদের ছাড়াই সেই বড় নজির গড়ল এই তরুন ভারতীয় দল
বর্তমানে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজটি (India vs England Test Series) একেবারে জমে উঠেছে। পঞ্চম টেস্টেও কিছু দুর্দ্ধর্ষজনক ইনিংস দেখা গেছে ভারতীয় ব্যাটারদের থেকে। এমনই কিছু ইনিংস যা আজ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ধর্মশালার পাহাড়বেষ্টিত স্টেডিয়ামে ভারতীয় ব্যাটাররা আজ এক অনন্য নজির গড়েছে।
ভারতীয় ব্যাটাররা ইংল্যান্ডের ২১৮ রানের সামনে ব্যাট করতে এসে এক অনন্য নজির গড়ে। যা বিগত ১৫ বছরে ভারতীয় ব্যাটারদের থেকে দেখা যায়নি। দলে বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুলের (KL Rahul) মতো বড় মাপের ব্যাটাররা না থাকা সত্ত্বেও তরুণবাহিনীদের নিয়ে সেই নজিরটি গড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। নজিরটি হল, ভারতীয় দলের টপ অর্ডারের পাঁচ জন ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ এর অধিক রান করেছেন।
এটি শুনতে অবাক লাগলেও, প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ব্যাট থেকে আসে ৫৭ রান। এরপর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ প্রতিভাবান তারকা শুভমান গিলের (Shubman Gill) ব্যাট থেকে আসে শতরান। রোহিত ১০৩ রানে আউট হন, অন্যদিকে শুভমান করেন ১১০। তারা আউট হয়ে গেলে, ব্যাটে আসেন দেবদূত পাডিক্কল (Devdutt Padikkal), যিনি এই টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছেন, অভিষেক ম্যাচেই ৬৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া ব্যাট করতে আসেন সরফরাজ খান (Sarfaraz Khan)। তার ব্যাট থেকে আসে ৫৬ রানের ইনিংস।
এইভাবে বিগত ১৫ বছরের নজিরকে পিছনে ফেলে নতুন নজির গড়েছে রোহিতবাহিনী। কিন্তু টপ অর্ডারের ব্যাটাররা ছাড়া আর কেউ সেভাবে রান করতে পারেননি। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) দুজনেই ১৫ রান করে আউট হয়ে যান। তারপরেও ইংল্যান্ডের সামনে পাহাড় সমান রান খাঁড়া করতে সক্ষম হয় ভারতীয় দল। এই প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ৪৫৬/৮।