তিনজন তরুণ উইকেট কিপার যাদের ধোনির অবসরের পর ২০২৫ নিলামে দলে নিতে পারে CSK

By :  techgup
Update: 2024-04-13 08:22 GMT

আইপিএল ২০২৪ (IPL 2024) মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সম্ভবত শেষ আইপিএল হতে চলেছে। পরবর্তী বছরে মেগা নিলামের পর থেকে আর হয়তো খেলবেন না প্রায় ৪৩ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যদি ধোনি অবসর ঘোষণা করেন, তাহলে সেই জায়গায় তরুণ কোনো এক উইকেটরক্ষককে দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই প্রতিবেদনে আমরা এমন তিনজন উইকেটরক্ষককে নিয়ে আলোচনা করবো, যাদেরকে আইপিএল ২০২৫ মেগা নিলামে ধোনির উত্তরসূরি হিসাবে দলে সামিল করতে পারে চেন্নাই।

১. ধ্রুব জুরেল (Dhruv Jurel):

বর্তমানে ধ্রুব জুরেল এখন একজন ক্যাপড ক্রিকেটার। তাই জুরেলকে ধরে রাখার মতো পার্স না থাকতে পারে রাজস্থান রয়্যালসের কাছে। কারণ, সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল সেইদিক থেকে এগিয়ে রয়েছেন। আইপিএল ২০২৫ এ চেন্নাইয়ের জন্য সঠিক উইকেটরক্ষক বিকল্প হতে পারেন এই জুরেল। তিনি একজন ভালো উইকেটরক্ষকের পাশাপাশি একজন ভালো ফিনিশারও। এছাড়াও চেন্নাই যদি বয়সের দিক দিয়ে দেখে, তাহলেও এটি এমএসধোনির নিখুঁত উত্তরসূরি।

২. ত্রিস্টান স্টাবস (Tristan Stubbs):

এই দক্ষিণ আফ্রিকান তারকাকেও ধোনির উত্তরসূরি হিসাবে দেখতে পারে চেন্নাই। আসন্ন আইপিএল ২০২৫ মেগা নিলামে স্টাবসের মতো উইকেটরক্ষক ব্যাটারকে দিল্লি ক্যাপিটালস ধরে রাখতে নাও পারে। সেই কথা ভেবে ওই নিলামে এই তরুণ উইকেটরক্ষকের দিকে যেতে পারে চেন্নাই। কারণ তিনি পেস এবং স্পিন উভয়ের বিপক্ষেই খুব ভালো ব্যাট করতে পারেন।

৩. রবিন মিঞ্জ (Robin Minz):

ভারতীয় তরুণ উইকেটরক্ষকদের মধ্যে রবিন মিঞ্জের উপর নজর থাকতে পারে চেন্নাই সুপার কিংসের। তিনি এমএস ধোনির মতো ঝাড়খন্ডের বাসিন্দা। ধোনির সাথে তার পরিবারেরও যোগাযোগ রয়েছে। যদিও এইবছর গুজরাট টাইটান্সে ছিলেন রবিন মিঞ্জ, কিন্তু দুর্ভাগ্যবশত একটি দূর্ঘটনার কারণে আইপিএল থেকে ছিটকে যান তিনি। তবে এই উইকেটরক্ষক তারকা সম্ভবত রয়েছে চেন্নাইয়ের তালিকায়।

Tags:    

Similar News