IPL 2024 KKR: পার্পেল ক্যাপের প্রথম ১০ এ বরুন-রাসেল থেকে নারিন-হার্ষিত প্রত্যেকেই, কার নাগালে টুপি? জানুন কে কোন স্থানে
এই বছর আইপিএলে (IPL 2024) পালাবদলের খেলায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সবচেয়ে বেশি চমক দিয়েছে। যেন জাদুকর গৌতম গম্ভীরের ছোঁয়ায় দলটির আবার পুনর্জন্ম ঘটেছে। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে কলকাতা এই বছর আইপিএলের প্রথম দল হিসাবে প্লে অফে জায়গা করে নেয়। অন্যদিকে এই বছর দলে শুধু ব্যাটিং অর্ডারেই নয়, বোলিং অর্ডারের একাধিক ক্রিকেটার পার্পেল ক্যাপের দৌড়ে নিজেদের জায়গা করে নিয়েছেন।
গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কলকাতার নাইট রাইডার্স টসে হেরে প্রথমে ব্যাট করতে আসে। বৃষ্টির কারণে ম্যাচটিকে ২০ ওভারের বদলে ১৬ ওভারে কমিয়ে আনা হয়েছিল। ম্যাচে নাইটরা প্রথম ইনিংসে ভেঙ্কটেশ আইয়ারের ২১ বলে ৪২ দুরন্ত শুরু করে। এরপর শেষে আন্দ্রে রাসেলের (Andre Russell) ১৪ বলে ২৪ রানে এবং রিঙ্কু সিংয়ের ১২ বলে ২০ রানে ভর করে কলকাতা ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে নেয়। এরপর দ্বিতীয় ইনিংসেও বল হাতে নাইট বাহিনী ভয়ংকর হয়ে ওঠে।
বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), হার্ষিত রানা (Harshit Rana) এবং আন্দ্রে রাসেল ২ টি করে উইকেট তুলে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে চাপের মুখে ফেলে দেন। এর ফলে কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত ১৮ রানে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখে প্লে অফে প্রবেশ করে। এর সঙ্গেই এই মুহূর্তে এখন পার্পেল ক্যাপের দৌড়ে ১০ জনের মধ্যে ৪ জন নাইট সদস্য এগিয়ে আছেন। ইতিমধ্যেই বরুণ চক্রবর্তী ১২ ম্যাচে মোট ১৮ উইকেট তুলে নিয়ে চলমান আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।
ঠিক তারপরেই কলকাতার তরুণ পেসার হার্ষিত রানা মাত্র ১০ ম্যাচে ১৬ উইকেট তুলে নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছেন। এছাড়াও চলমান আইপিএলে ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে সুনীল নারিন (Sunil Narine) বোলিং বিভাগেও নিজের দাপট বজায় রেখেছেন। ১২ ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় পার্পেল ক্যাপের দৌড়ে এই মুহূর্তে ষষ্ঠ স্থানে পৌঁছে গেছেন। আরেক ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলও পিছিয়ে নেই। তিনি ১২ ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়ে এই তালিকায় অষ্টম স্থান দখল করেছেন।