Virat Kohli: টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বেশি ক্যাচ ধরার মালিক বিরাট কোহলি, প্রথম পাঁচজনের মধ্যে নেই জাদেজা

By :  techgup
Update: 2024-03-26 02:26 GMT

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আজ দুটি ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথমে কভারের কাছে ওপেনার জনি বেয়ারস্টোর ক্যাচ নেন তিনি। এরপর বিরাট লং অফে শিখর ধাওয়ানের ক্যাচ ধরেন। যারপর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার মালিক হয়ে গেছেন বিরাট কোহলি। কিন্তু তিনি কাকে ছাড়িয়ে প্রথম হলেন সেটা জানেন কি? আসুন প্রথম পাঁচ ভারতীয় ক্রিকেটারের নাম জেনে নিই যারা টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন।

বিরাট কোহলি - ১৭৪ ক্যাচ

বিরাট কোহলিকে বিশ্বের সেরা ফিল্ডারদের মধ্যে একজন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুটি ক্যাচ সহ টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর মোট ১৭৪টি ক্যাচ রয়েছে। এর মধ্যে তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫২টি ক্যাচ নিয়েছেন। আইপিএলে ১০৮টি ক্যাচ ধরেছেন বিরাট।

সুরেশ রায়না - ১৭২ ক্যাচ

আজ সুরেশ রায়নার রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। রায়না ভরতের একজন দুর্দান্ত ফিল্ডার ছিলেন । এখনও আইপিএলের সর্বোচ্চ ক্যাচ ধরার মালিক তিনি।

রোহিত শর্মা - ১৬৭ ক্যাচ

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৬০টি ক্যাচ নিয়েছেন ভারতীয় রোহিত। আইপিএলে ৯৯টি ক্যাচ ধরেছেন রোহিত। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে শুভমান গিলের ক্যাচ নিয়েছিলেন রোহিত।

মণীশ পান্ডে - ১৬৪ ক্যাচ

ব্যাটিংয়ের চেয়ে মণীশ পান্ডের ফিল্ডিং নিয়েই বেশি আলোচনা হয়। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সেঞ্চুরি করা মণীশ পান্ডের নামে পাশে রয়েছে ১৪৬টি ক্যাচ। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের অংশ হলেও প্রথম ম্যাচে এগারো জনের দলে জায়গা হয়নি তাঁর।

সূর্যকুমার যাদব - ১৩৬ ক্যাচ

এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। প্রথম পাঁচে রবীন্দ্র জাদেজার নাম না থাকাটা অনেকের কাছেই আশ্চর্যের। তবে ক্যাচ ধরার ক্ষেত্রে তিনি অনেকটাই পিছিয়ে আছেন। মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা সূর্য আইপিএলে ৬৪টি ক্যাচ নিয়েছেন। অনেক ঘরোয়া ক্রিকেটও খেলেছেন তিনি।

Tags:    

Similar News