RCB চ্যাম্পিয়ন হতেই ভিডিও কল বিরাটের, চোখে মুখে ফুটে এল খুশির জোয়ার
গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) দলের ভাগ্য খুলে গেল। পুরুষ ক্রিকেট দল ফ্র্যাঞ্চাইজি যা করতে পারেনি, নারীরাই তা করে দেখিয়েছেন। স্মৃতি মান্ধানার অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে প্রথম শিরোপা জিতে নেয়, এরপর বিরাট কোহলিও (Virat Kohli) দলের সুখে যোগ দেন। সদ্য ইংল্যান্ড থেকে ভারতে ফিরে বিরাট কোহলি দলের অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে ভিডিও কলে কথা বলে অভিনন্দন জানিয়েছেন। বিরাট কোহলি যখন কথা বলছিলেন, তখন স্মৃতি মান্ধানার খুশি চোখে পড়ছিল। স্মৃতি মুখে হাসি নিয়ে কথা বলছিলেন, অন্যদিকে স্টেডিয়ামে ভক্তরা নাচছিলেন।
বিরাট কোহলি দীর্ঘদিন ধরে পুরুষ দলের অধিনায়ক ছিলেন এবং ২০১৬ সালে, তাঁর অধিনায়কত্বে, দল ফাইনালে পৌঁছেছিল, তবে তাকে সেই সময় ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। পরে বিরাট কোহলিও দলের অধিনায়কত্ব ছেড়ে দেন এবং বর্তমানে দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তবে তা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সবচেয়ে বড় মুখ বিরাট কোহলি।
আরসিবির পোস্টার বয় বরাবরই বলতেন, এই দলের হয়ে ট্রফি জিততে চান তিনি। কিন্তু সেই স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গিয়েছে। এদিকে স্মৃতি মান্ধানার টিম যখন বিস্ময়কর কিছু করল, তখন তিনিও সেই আনন্দে লাফিয়ে উঠলেন। কথা বলার সময় তিনি হাসছিলেন। তার প্রিয়জনদের জন্যও এটি একটি বড় দিন। প্রায়শই অন্যান্য দলের সমর্থকরাও সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গালোরকে নিয়ে মজা করে কারণ দলে অনেক কিংবদন্তি থাকা সত্ত্বেও, আজ পর্যন্ত তারা একটি মরসুমও জিততে পারেনি
এখন যেহেতু নারী দল জিতেছে, ফ্র্যাঞ্চাইজিটির জন্য এটি দারুণ খবর, কারণ এটি পুরুষ দলকেও অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে আইপিএলে মহিলা দলের মতো করে দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দেওয়ার চাপও থাকবে।