Android 16 প্রত্যাশার আগেই চলে এল, কারা ব্যবহার করতে পারবে, কি কি ফিচার পাওয়া যাবে

Android 16: নতুন অ্যান্ড্রয়েড ১৬ প্রিভিউ আপডেট পেতে শুরু করেছেন ডেভেলপাররা। এই আপডেটে যে ফিচারগুলি পাওয়া যাবে, তার পরীক্ষা করা যাবে এই প্রিভিউ ভার্সনে। রেগুলার ভার্সন লঞ্চ করা হবে ২০২৫ সালে।

Update: 2024-11-20 13:34 GMT

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১৬ ডেভেলপার প্রিভিউ ভার্সন (Android 16 Developer Preview) প্রকাশ করল গুগল। এটি পুরো ছবির একটি ট্রেলার বলতে পারেন। এই ভার্সনে নানা ফিচার পরীক্ষা করা যাবে। তবে সবার জন্য এখনও অফিশিয়ালি অ্যান্ড্রয়েড ১৬ মুক্তি পায়নি। ২০২৫ সালের শুরুর দিকে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে আপডেট দেওয়া শুরু করবে গুগল। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ভার্সনে নানা পরীক্ষা-নিরীক্ষা, প্রযুক্তিগত ত্রুটি দেখা হচ্ছে। যখন এটি সবার জন্য উপলব্ধ হবে তখন এতে একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য উপভোগ করতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।

উল্লেখ্য, ডেভেলপার প্রিভিউ অ্যান্ড্রয়েড ১৬-এর একটি পরীক্ষামূলক ভার্সন। ডেভেলপাররা তাদের অ্যাপগুলিকে নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে কেমন কাজ করছে তা পরীক্ষা করে দেখতে পারেন। তাই এটি সকল ব্যবহারকারীদের জন্য প্রস্তুত নয়। এক কথায় অ্যান্ড্রয়েড ১৬ ডেভেলপার প্রিভিউ ভার্সনটি ডেভেলপারদের পরীক্ষা এবং প্রতিক্রিয়া দেওয়ার জন্য আনা হয়েছে।

২০২৫ সালে দুটি অ্যান্ড্রয়েড আপডেট আনতে পারে গুগল

দ্বিতীয় ত্রৈমাসিকে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৬ এর প্রথম বিটা ভার্সন। এই ভার্সনে নতুন ফিচারগুলি প্রথমবার দেখা যাবে।

স্টেবল ভার্সন আসবে চতুর্থ ত্রৈমাসিকে। সেসময় অ্যান্ড্রয়েড ১৬ ভার্সনে যা যা ত্রুটি থাকবে সেগুলি সমাধান করা হবে এবং বাকি ফিচারগুলি রোল আউট করা হবে।

Android 16 অপারেটিং সিস্টেমে কী কী নতুন ফিচার পাবেন?

এম্বেডেড ফটো টিকার : গ্যালারির সম্পূর্ণ অ্যাক্সেস না নিয়ে ফটো এবং ভিডিও বাছতে অ্যাপগুলি এবার একটি অন্তর্নির্মিত ফটো পিকার অন্তর্ভুক্ত করতে পারবে।

হেলথ রেকর্ড অ্যাক্সেস : নতুন ফিচারটি অ্যাপগুলিকে ব্যবহারকারীর সম্মতিতে মেডিকেল রেকর্ড অ্যাক্সেস করতে সাহায্য করবে।

প্রাইভেসি স্যান্ডবক্স : এই ফিচারের মাধ্যমে গোপনীয়তা উন্নত করে চলেছে গুগল, যা অ্যাপগুলি কীভাবে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ এবং ভাগ করে তা সীমিত করতে সাহায্য করবে।

অ্যাপ টেস্টিং : ডেভেলপাররা এখন তাদের অ্যাপ ক্র্যাশ করার চিন্তা না করেই নতুন অ্যান্ড্রয়েড ফিচার পরীক্ষা করতে পারবেন।

Tags:    

Similar News