RAM বাড়লেও দাম বাড়ছে না Samsung Galaxy S25 সিরিজের

স্যামসাংয়ের পরর্বতী প্রজন্মের Samsung Galaxy S25 সিরিজটি আগামী বছর বাজারে আসবে। লঞ্চের আগে ইতিমধ্যেই ফোনগুলির সর্ম্পকে বিভিন্ন তথ্য সামনে এসেছে। শোনা যাচ্ছে এগুলি একাধিক উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে। তবে এখন এক টিপস্টার দাবি করেছেন যে, উন্নতি সত্ত্বেও এই ফোনগুলির প্রারম্ভিক মূল্য আগের প্রজন্মের মডেলগুলির মতোই থাকবে।

Update: 2024-11-20 03:42 GMT

স্যামসাং আগামী বছরের শুরুর দিকে তাদের ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 সিরিজটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে - Samsung Galaxy S25, Samsung Galaxy S25 Plus এবং Samsung Galaxy S25 Ultra। এই তিনটি ফোনেই কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটটি ব্যবহৃত হবে। এছাড়াও শোনা যাচ্ছে যে এস২৫ সিরিজের ফোনগুলির সর্বনিম্ন র‍্যাম ক্ষমতা হবে ১২ জিবি, যা পূর্ববর্তী প্রজন্মের মডেলগুলিতে ৮ জিবি ছিল। যদিও এই কারণে দামে কোনো পরিবর্তন আনবে না দক্ষিণ কোরিয়ার সংস্থাটি।

Samsung Galaxy S25 সিরিজের দাম

টিপস্টার জুকানলোসরিভ স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের মূল্য সর্ম্পকে কিছু আকর্ষনীয় তথ্য সামনে এনেছে। যেখানে তিনি বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে স্যামসাং গ্যালাক্সি এস২৫, স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলগুলির প্রারম্ভিক মূল্য তাদের পূর্বসূরিদের মতো যথাক্রমে ৭৯৯ ডলার (প্রায় ৬৭,৪৩০ টাকা), ৯৯৯ ডলার (প্রায় ৮৪,৩০০ টাকা) এবং ১,২৯৯ ডলার (প্রায় ১,০৯,৬৪৫ টাকা) হবে। অন্যান্য অঞ্চলে এই দামগুলি মোটামুটি ৭৯৯ পাউন্ড/১,৩৯৯ অস্ট্রেলিয়ান ডলার, ৯৯৯ পাউন্ড/১,৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার এবং ১,২৪৯ পাউন্ড/২,১৯৯ অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোনগুলির স্টোরেজ কনফিগারেশনও অপরিবর্তিত থাকবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের বেস মডেলের স্টোরেজ ক্ষমতা ১২৮ জিবি থেকে শুরু হবে এবং প্লাস ও আল্ট্রা মডেলগুলির ক্ষেত্রে সর্বনিম্ন স্টোরেজ ২৫৬ জিবি হবে। যদিও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার একটি বড় আপগ্রেড হবে, তবে র‍্যাম ক্যাপাসিটি সম্ভবত অন-ডিভাইস এআই ফিচারগুলির ক্রমবর্ধমান চাহিদার জন্য বাড়বে। স্যামসাং তাদের মোবাইল প্ল্যাটফর্মের মূল উপাদান হিসেবে গ্যালাক্সি এআই (Galaxy AI)-কে ব্যাপকভাবে প্রচার করছে। আমাদের অনুমান অতিরিক্ত ৪ জিবি র‍্যাম যোগ করার ফলে এআই কার্যক্ষমতায় লক্ষণীয় উন্নতি দেখা যেতে পারে।

প্রসঙ্গত, গুগল তাদের পিক্সেল ৯ সিরিজের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করেছে। মার্কিন প্রযুক্তি সংস্থাটি পিক্সেল ৯ মডেলের বেস র‍্যাম বাড়িয়ে ১২ জিবি করেছে, অন্যদিকে গুগল পিক্সেল ৯ প্রো এবং গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলে এআই-চালিত বৈশিষ্ট্যগুলিকে সহজে চালানোর জন্য সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টেই ১৬ জিবি র‍্যাম দেওয়া হয়েছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ প্রত্যাশিত সময়ের আগে লঞ্চ হতে পারে। স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৫ এবং গ্যালাক্সি এস২৫ আল্ট্রার ডিজাইন রেন্ডারও ইতিমধ্যেই ফাঁস হয়েছে এবং সিরিজের তিনটি ফোনই তাদের পূর্বসূরি মডেলের তুলনায় সামান্য স্লিম হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News