রেডমি ও আইকো ফোনকে টেক্কা দিতে আসছে Realme GT Neo 7, থাকবে সুপারফাস্ট 80W ফাস্ট চার্জিং

Realme GT Neo 7 মডেলে ওএলইডি ডিসপ্লে প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Update: 2024-11-19 06:44 GMT

Realme GT Neo 7 Launch Date

রিয়েলমি সম্প্রতি চীনে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 Pro চীনে লঞ্চ করেছে‌। শীঘ্রই এই ডিভাইসটি ভারত সহ অন্যান্য দেশে পা রাখবে। এটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের অন্যতম সস্তা ফোন। এদিকে সংস্থাটি জিটি নিও সিরিজের অধীনের আরেকটি ফোন আনতে চলেছে। আর এর নাম রাখা হবে Realme GT Neo 7। সম্প্রতি এটি RMX5060 মডেল নম্বর সহ চীনের MIIT অথোরিটি থেকে ছাড়পত্র পেয়েছে। এখন আবার এটি 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে।

Realme GT Neo 7 ফোনকে 3C সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেল

এমআইআইটি সাইটের একই মডেল নম্বর সহ থ্রিসি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে রিয়েলমি জিটি নিও ৭। এখান থেকে জানা গেছে যে, এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটা রিয়েলমি জিটি নিও ৬ এর উত্তরসূরী হিসেবে আসবে। এই ডিভাইসটি চলতি বছরের শুরুতে স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ চিপসেট সহ লঞ্চ হয়েছিল। এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল।

অর্থাৎ নতুন রিয়েলমি স্মার্টফোনটি কিছুটা কম চার্জিং স্পিড সহ আসবে। এছাড়া রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি নিও ৭ ডিভাইসে পারফরম্যান্সের জন্য থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং ভার্সন। এই ফোনটি রেডমি কে৮০ ও আইকো নিও ১০ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে আসবে‌। এগুলিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে।

আবার জানা গেছে, রিয়েলমি জিটি নিও ৭ মডেলে ওএলইডি ডিসপ্লে প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড থাকবে। আর গ্রাফিক্সের জন্য ডেডিকেটেড চিপ ব্যবহার করা হবে। এতে সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হবে।

Tags:    

Similar News