ওয়ানপ্লাস, রিয়েলমিদের টেক্কা দেবে Oppo K13 Pro, ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে থাকবে 6500mAh ব্যাটারি

ওপ্পো নতুন Oppo K13 Pro স্মার্টফোনটিকে বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। এই সাব-ফ্ল্যাগশিপ ফোনটি তার সেগমেন্টে একটি উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হতে চলেছে। এতে শক্তিশালী ব্যাটারি, ফ্ল্যাগশিপ-গ্রেডের প্রসেসর সহ একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশন থাকবে।

Update: 2024-11-18 13:21 GMT

ওপ্পো তাদের আসন্ন Oppo K13 স্মার্টফোনের সাথে সাব-ফ্ল্যাগশিপ সেগমেন্টে একটি নতুন প্রো মডেল সংযোজনের প্রস্তুতি নিচ্ছে, যার নাম রাখা হবে Oppo K13 Pro। ফোনটি আগামী বছরের কোনও এক সময়ে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটি ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে, যা এটিকে ওয়ানপ্লাস এস ৫ (গ্লোবাল মার্কেটে ওয়ানপ্লাস ১৩আর হিসেবে আসবে) এবং রিয়েলমি জিটি নিও৭ এর মতো অন্যান্য ব্র্যান্ডের সাব ফ্ল্যাগশিপ মডেলগুলির বিরুদ্ধে শক্তিশালী প্রতিযোগী করে তুলবে। ওপ্পো কে১৩ প্রো বিশাল বড় ব্যাটারি এবং প্রিমিয়াম আপগ্রেডের সাথে ওপ্পোর কে-সিরিজকে নতুন মাত্রায় পৌঁছে দিতে পারে। আসুন এই ফোনটির সর্ম্পকে এখনও পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Oppo K13 Pro সাব-ফ্ল্যাগশিপ সেগমেন্টে একটি নতুন প্রতিযোগী হতে চলেছে

বর্তমান প্রজন্মের ওপ্পো ১২ সিরিজে মিড-রেঞ্জের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেটটি রয়েছে। তবে আসন্ন ওপ্পো কে১৩ প্রো ফোনটি গত বছরের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের সাথে একটি উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে বলে আশা করা হচ্ছে। এই তথ্যটি পরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, সাব-ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপের একটি কাস্টমাইজড সংস্করণ থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো কে১৩ প্রো ৬,৫০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি সহ আসতে পারে, যা ওপ্পো কে১২ প্লাস-এর ৬,৪০০ এমএএইচ ক্যাপাসিটির শেলের থেকে এক ধাপ ওপরে। এছাড়াও, এটি ওপ্পোর হাই-এন্ড ফাইন্ড এক্স৮ সিরিজের মতো ওয়্যার্ড চার্জিং স্পিড সাপোর্ট করতে পারে, যা নিশ্চিত করে যে এই ডিভাইসটি ফাস্ট-চার্জিং রেসে সামিল হবে।

একই রেঞ্জে আসায় ওপ্পো কে১৩ প্রো, ওয়ানপ্লাস এস ৫ এবং রিয়েলমি জিটি নিও ৭-এর মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যাবে বলে আশা করা যায়। এই সাব-ফ্ল্যাগশিপ "যুদ্ধ" ওয়ানপ্লাস ১৩ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার মতো হাই-এন্ডের মডেলগুলির মধ্যে যে তীব্রতর প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে তাকেও টক্কর দিতে পারে। তবে ওয়ানপ্লাস এস ৫ ফোনটি আগেভাগে বিশ্ব বাজারে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

জানিয়ে রাখি, বর্তমান প্রজন্মের ওপ্পো কে১২ ১০০ ওয়াট চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১,১০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে অফার করে৷ এদিকে, ওপ্পো ১২ প্লাস আরও বৃহত্তর ৬,৪০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। তবে এতে একই ডিসপ্লে এবং প্রসেসর বজায় রেখে কিছুটা ভারী বিল্ড যুক্ত করেছে সংস্থা।

Tags:    

Similar News