8 জিবি র‌্যাম সহ ভারতে আসছে Realme 14x, থাকবে 6000mAh বড় ব্যাটারি

Realme 14x ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

Update: 2024-11-18 10:36 GMT

Photo Credit: Gizmochina

রিয়েলমি তাদের নম্বর সিরিজের অধীনে একটি নতুন ফোনের উপর কাজ করছে। এই ডিভাইসের নাম Realme 14x। এটি হাই বাজেট রেঞ্জে বাজারে আসবে। লঞ্চের আগে আজ এই হ্যান্ডসেট সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এটি Realme 12x এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে।

Realme 14x শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে

আশা করা হচ্ছে রিয়েলমি দ্রুত ভারতে তাদের এই নতুন ফোনকে হাজির করতে চলেছে। তার আগে আজ ৯১মোবাইলস এই ডিভাইসের র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট ফাঁস করেছে। তারা জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ১৪এক্স। এটি ৬ জিবি‌ র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

স্টোরেজ ছাড়াও কয়েকদিন আগে এর কালার অপশন সম্পর্কেও তথ্য ফাঁস হয়েছিল। এটি তিনটি কালারে আসতে পারে। এগুলি হতে পারে ক্রিস্টাল ব্ল্যাক, জুয়েল রেড ও গোল্ডেন গ্লো। আবার এতে বড় ব্যাটারি দেওয়া হবে। এর ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ। আবার এতে ৩৩ বা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

এছাড়া জানা গেছে রিয়েলমি ১৪এক্স এর পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। এর আগের মডেলে গোলাকার ক্যামেরা মডিউল ছিল। উল্লেখ্য, রিয়েলমি ১৩ সিরিজে কোনো এক্স মডেল ছিল‌ না। তবে এবার রিয়েলমি ১৪ সিরিজের অধীনে এক্স মডেল আসবে। এখন দেখার রিয়েলমি কত তাড়াতাড়ি এর টিজার প্রকাশ করে সেটাই দেখার।

Tags:    

Similar News