নভেম্বরে Samsung এর সেরা ৫ স্মার্টফোন, পাবেন তুখোড় ক্যামেরা ও দারুন প্রসেসর

স্মার্টফোনের দুনিয়ায় আইফোনের পরে সবথেকে জনপ্রিয় সংস্থা হয়ে উঠেছে Samsung। নভেম্বরে যারা স্যামসাংয়ের হাই-এন্ড পারফরম্যান্স যুক্ত ফোন কিনতে চান তাদের জন্য সেরা ৫ বিকল্পের সন্ধান রইল।

Update: 2024-11-17 18:17 GMT

Samsung মানেই চমক। ব্যাটারি, প্রসেসর এবং ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরার মতো ফিচার এই সংস্থার স্মার্টফোনগুলিকে জনপ্রিয় করে তুলেছে। হাই-এন্ড মডেলগুলিতে আগের থেকে বেশি ফিচার ও আকর্ষণীয় ডিজাইন দেওয়া শুরু করেছে স্যামসাং। তাই আপনি যদি এই সংস্থার ফোন কিনতে চান এবং আপনার যদি ৪৫ হাজার টাকা বাজেট থাকে তাহলে কোন ৫ স্মার্টফোন সেরা হতে পারে দেখে নিন।

Samsung Galaxy S23

এই স্মার্টফোনে রয়েছে ৬.১ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ২x ডিসপ্লে। সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। করা যাবে ৮কে ভিডিয়ো রেকর্ডিং। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৩,৯০০ এমএএইচ। অ্যামাজনে ফোনটির দাম ৪৪,৯৯৭ টাকা।

Samsung Galaxy S23 FE

ফ্লিপকার্টে এই ফোনের দাম ৩১,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬.৪ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ২x ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিভাইসে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মধ্যে মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, সঙ্গে ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাটারি ক্যাপাসিটি ৪,৫০০ এমএএইচ।

Samsung Galaxy A55

এই স্মার্টফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। HDR১০+ সাপোর্ট এবং ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে স্মার্টফোনে। মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। এক চার্জে লম্বা ব্যবহার করার জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনের দাম ৩৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy A54

ফ্লিপকার্টে এই স্মার্টফোনের দাম ২৪,৮৯০ টাকা। এতে পাবেন ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও HDR১০+ সাপোর্ট। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ব্যাটারি ক্যাপাসিটি মিলবে ৫,০০০ এমএএইচ।

Samsung Galaxy A73

ফ্লিপকার্টে এই মিড রেঞ্জ ডিভাইসের দাম ৪১,৯৯৯ টাকা। এই স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কোয়াড ক্যামেরা সেটআপ। এর মধ্যে মূল ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ।

Tags:    

Similar News