স্মার্টফোনে রয়েছে আলট্রা ফাস্ট চার্জিং? দ্রুত ব্যাটারি চার্জ করতে গিয়ে ডেকে আনছেন বিপদ

আল্ট্রা ফাস্ট চার্জিং দারুন সুবিধা প্রদান করলেও, ডিভাইসের জন্য একাধিক ঝুঁকি ডেকে আনে। টেক বিশেষজ্ঞদের মতে, ফোনের আয়ু বাড়াতে চাইলে নিয়মিত চার্জ করার স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহার করা উচিত।

Update: 2024-11-17 06:10 GMT

বাজারে ছেয়ে গিয়েছে আলট্রা ফাস্ট চার্জিং যুক্ত স্মার্টফোন (Smartphone)। নিমেষে চার্জ করার ক্ষমতা রয়েছে এই প্রযুক্তির। যে কারণে জনপ্রিয়তা বাড়ছে আল্ট্রা ফাস্ট চার্জারের। সুবিধার পাশাপাশি একাধিক ঝুঁকিও বয়ে আনে আল্ট্রা ফাস্ট চার্জিং। তাই টেক বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, ফোনের আয়ু বাড়াতে চাইলে স্ট্যান্ডার্ড চার্জার দিয়ে চার্জ করা উচিত।

আল্ট্রা ফাস্ট চার্জিংয়ে লুকিয়ে ৫ বিপদ

অতিরিক্ত তাপ

আল্ট্রা ফাস্ট বা অতি দ্রুত চার্জিংয়ের প্রাথমিক সমস্যাগুলির মধ্যে একটি হল আপনার স্মার্টফোনে অত্যধিক তাপ তৈরি করে ফেলে৷ দ্রুত চার্জিং ব্যাটারিতে প্রচুর শক্তি উৎপাদন করে এবং খুব অল্প সময়ের মধ্যে ডিভাইসটিকে অতিরিক্ত গরম করে তোলে। যা ঝুঁকিপূর্ণ হতে পারে৷ এই তাপ ফোনের অভ্যন্তরীণ উপাদানগুলিকে ক্ষতিগ্রস্ত করে, ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। কখনও কখনও ব্যাটারি ফেটে যাওয়ার ঘটনাও শোনা যায়।

ব্যাটারির অবক্ষয়

আল্ট্রা ফাস্ট চার্জিং তাদের জন্য ভালো যারা খুবই ব্যস্ত থাকেন, কিছুক্ষণ অন্তর ফোনের প্রয়োজন হয়। তবে এটি ব্যাটারির আয়ুও কমিয়ে দেয়। আপনার স্মার্টফোনে যদি লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে, তাহলে উচ্চ তাপমাত্রা এবং দ্রুত চার্জিং চক্রের শিকার হলে এটি দ্রুত হ্রাস পেতে শুরু করে। ঘন ঘন ব্যবহার অতি-দ্রুত চার্জারগুলি ব্যাটারির বারোটা বাজিয়ে দেয়।

সামঞ্জস্যের সমস্যা

সমস্ত স্মার্টফোন আল্ট্রা ফাস্ট চার্জিং পরিচালনা করার জন্য ডিজাইন করা হয় না। সুতরাং, যদি আপনি এমন একটি চার্জার ব্যবহার করেন যা আপনার স্মার্টফোনের পরিচালনার জন্য খুব শক্তিশালী, তাহলে এটি সামঞ্জস্যের সমস্যা সৃষ্টি করতে পারে। চার্জিং সাইকেলে ব্যাঘাত ঘটাতে পারে।

শক্তি বৃদ্ধির ঝুঁকি

অতি-দ্রুত চার্জারগুলিতে শক্তি বৃদ্ধির ঝুঁকি থাকে, যা আপনার স্মার্টফোনের সংবেদনশীল উপাদানগুলিকে ক্ষতিগ্রস্ত করে। যেমন চার্জিং পোর্ট বা ব্যাটারি। যদিও অনেক চার্জার অন্তর্নির্মিত সুরক্ষা বৈশিষ্ট্যগুলির সঙ্গে আসে। যা কিছুটা হলেও পরিস্থিতি সামলে নেয়।

ব্যাটারি আয়ু কমে

আল্ট্রা ফাস্ট চার্জিং আপনার ব্যাটারির ক্ষমতাকে ক্ষয় করতে না পারলেও, এটি সম্পূর্ণভাবে আয়ুষ্কাল কমিয়ে দেবে। দ্রুত চার্জিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক্সপোজার ব্যাটারির সামগ্রিক আয়ুকে কমিয়ে দিতে পারে।

Tags:    

Similar News