12000 টাকার কমে Realme C63 5G ফোন, বোনানজা সেলে ফ্লিপকার্টে অফারের ছড়াছড়ি

Realme C63 5G ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ফোনটির উপর ১৪ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। ছাড়ের পর রিয়েলমি সি৬৩ ৫জি কেনা যাবে ১১,৯৯৯ টাকায়।

Update: 2024-11-16 15:42 GMT

Realme C63 5G

১২০০০ টাকার কমে রিয়েলমি ফোন: আপনি কি বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন খোঁজ করছেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই প্রতিবেদন আপনার কাজে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন ফ্লিপকার্টে মোবাইল বোনানজা সেল চলছে। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের ফোন সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি Realme C63 5G কেনার কথা ভাবতে পারেন। ১২ হাজার টাকার কমে অন্যতম সেরা স্মার্টফোন এটি। সেলে এর সাথে ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। আসুন রিয়েলমির স্মার্টফোনটি কত দামে অর্ডার করতে পারবেন দেখে নেওয়া যাক।

Realme C63 5G দাম ও সেল অফার

এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ফোনটির উপর ১৪ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। ছাড়ের পর রিয়েলমি সি৬৩ ৫জি কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। এছাড়া আপনি অন্যান্য অফারের ফায়দা তলে আরও কমে ডিভাইসটি অর্ডার করতে পারবেন।

যেমন হ্যান্ডসেটটি কেনার সময় যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,৫০০ টাকা ছাড় মিলবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ২,০২৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া এর উপর ৯,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের বর্তমান অবস্থা ও ব্র্যান্ডের উপর নির্ভর করবে।

Realme C63 5G স্পেসিফিকেশন ও ফিচার

এই ফোনের ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস। এর রেজোলিউশন ১৬০৪ x ৭২০ পিক্সেল এবং এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট ও ৫০০ নিটস ব্রাইটনেস অফার করবে। ডিভাইসটি অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত। এটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি৬৩ ৫জি এর পিছনে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই স্মার্টফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি ডিভাইসটি ৪৮ মাস ভালোভাবে ব্যবহার করা যাবে। আর এতে ১৬ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

Tags:    

Similar News