ট্রিপল রিয়ার ক্যামেরার Redmi Note 12 5G সবচেয়ে কম দামে, Flipkart মোবাইল সেলে লোভনীয় অফার

ফ্লিপকার্টে Redmi Note 12 5G ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ১৪,৯৯৯ টাকায়। আবার ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে ১৫,৩৯৯ টাকায়।

Update: 2024-11-16 11:31 GMT

সস্তায় ভালো ফোনের কথা মাথায় এলেই আমাদের মনে একটাই নাম আসে আর তা হল Redmi। ভারতে ব্র্যান্ডের স্মার্টফোনের চাহিদা তুঙ্গে। এই মুহূর্তে আপনি যদি সংস্থার বাজেটের মধ্যে একটি 5G ফোন কিনতে চান তাহলে Redmi Note 12 5G কিনতে পারেন। এই ডিভাইসে বড় ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি সহ শক্তিশালী প্রসেসর আছে। আবার ফ্লিপকার্টে এখন এর সাথে লোভনীয় অফার দেওয়া হচ্ছে। ফলে অনেক সস্তায় স্মার্টফোনটি বাড়ি নিয়ে আসা সম্ভব। আসুন ফ্লিপকার্ট থেকে কত দামে এটি কেনা যাবে দেখে নেওয়া যাক।

Redmi Note 12 5G দাম ও ডিসকাউন্ট অফার

ফ্লিপকার্টে রেডমি নোট ১২ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ১৪,৯৯৯ টাকায়। আবার ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে ১৫,৩৯৯ টাকায়। অর্থাৎ মাত্র ৪০০ টাকা বেশি দিলে দ্বিগুণ স্টোরেজ পাবেন। এই অফার সীমিত সময়ের জন্য উপলব্ধ।

তবে অফার এখানে শেষ নয়! ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। এর ইএমআই শুরু হয়েছে ৪০০ টাকা থেকে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১৩,৫০০ টাকা পর্যন্ত ভ্যালু পাবেন ক্রেতারা।

Redmi Note 12 5G স্পেসিফিকেশন ও ফিচার

এই রেডমি স্মার্টফোনে বড় ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবেন। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সরকারের আরও বাড়ানো যাবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরার কথা বললে, এই ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এর পাশাপাশি স্মার্টফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News