গ্লোবাল মার্কেটে OnePlus 13 পাওয়া যাবে ২৪ জিবি র্যাম সহ? লঞ্চের আগে ফাঁস কালার ও স্টোরেজ অপশন
আন্তর্জাতিক বাজারে OnePlus 13 দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে - ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। আর ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্ট কেবল ব্ল্যাক এক্লিপস এবং ১৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট মিডনাইট ওসান, আর্কটিক ডন কালারে আসবে।
ওয়ানপ্লাস গত মাসে চীনে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 লঞ্চ করেছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া আছে হ্যাসেলব্লাড এর ক্যামেরা। ডিভাইসটি এবার গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে। আশা করা যায় ওয়ানপ্লাস ১৩ এর গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও ফিচার চাইনিজ ভ্যারিয়েন্টের মতো হবে। তবে নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এর গ্লোবাল ভ্যারিয়েন্টের কালার ও স্টোরেজ ভ্যারিয়েন্ট আলাদা হবে।
জনপ্রিয় টিপস্টার আরসেনে লুপিন জানিয়েছেন যে, আন্তর্জাতিক বাজারে ওয়ানপ্লাস ১৩ দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে - ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। আর ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্ট কেবল ব্ল্যাক এক্লিপস এবং ১৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট মিডনাইট ওসান, আর্কটিক ডন কালারে আসবে। যেখানে চীনে এটি মুনলাইট ব্ল্যাক, মিস্টি ব্লু ও গ্লেসিয়ার হোয়াইট কালারে উপস্থিত।
OnePlus 13 এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস ১৩ ডিভাইসের সামনে দেখা ৬.৮২ ইঞ্চি ২কে ওএলইডি বিওই এক্স২ ডিসপ্লে, যা ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ওয়ানপ্লাস ১৩ এর পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেজেএন৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো লেন্স বর্তমান।
পারফরম্যান্সের জন্য এই ফ্ল্যাগশিপ মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দেওয়া হয়েছে। চীনে এটি ১২ জিবি, ১৬ জিবি এবং ২৪ জিবি র্যাম সহ উপস্থিত। আর ডিভাইসটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যায়। ওয়ানপ্লাস ১৩ ফোনে ৬,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।