গ্লোবাল মার্কেটে OnePlus 13 পাওয়া যাবে ২৪ জিবি র‌্যাম সহ? লঞ্চের আগে ফাঁস কালার ও স্টোরেজ অপশন

আন্তর্জাতিক বাজারে OnePlus 13 দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে - ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। আর ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট কেবল ব্ল্যাক এক্লিপস এবং ১৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট মিডনাইট ওসান, আর্কটিক ডন কালারে আসবে।

Update: 2024-11-16 03:58 GMT

ওয়ানপ্লাস গত মাসে চীনে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন‌ OnePlus 13 লঞ্চ করেছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া আছে হ্যাসেলব্লাড এর ক্যামেরা। ডিভাইসটি এবার গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে। আশা করা যায় ওয়ানপ্লাস ১৩ এর গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও ফিচার চাইনিজ ভ্যারিয়েন্টের মতো হবে। তবে নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এর গ্লোবাল ভ্যারিয়েন্টের কালার ও স্টোরেজ ভ্যারিয়েন্ট আলাদা হবে।

জনপ্রিয় টিপস্টার আরসেনে লুপিন জানিয়েছেন যে, আন্তর্জাতিক বাজারে ওয়ানপ্লাস ১৩ দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে - ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। আর ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট কেবল ব্ল্যাক এক্লিপস এবং ১৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট মিডনাইট ওসান, আর্কটিক ডন কালারে আসবে। যেখানে চীনে এটি মুনলাইট ব্ল্যাক, মিস্টি ব্লু ও গ্লেসিয়ার হোয়াইট কালারে উপস্থিত।

OnePlus 13 এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১৩ ডিভাইসের সামনে দেখা ৬.৮২ ইঞ্চি ২কে ওএলইডি বিওই এক্স২ ডিসপ্লে, যা ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ওয়ানপ্লাস ১৩ এর পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেজেএন৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো লেন্স বর্তমান।

পারফরম্যান্সের জন্য এই ফ্ল্যাগশিপ মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দেওয়া হয়েছে। চীনে এটি ১২ জিবি, ১৬ জিবি এবং ২৪ জিবি র‌্যাম সহ উপস্থিত। আর ডিভাইসটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যায়। ওয়ানপ্লাস ১৩ ফোনে ৬,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News