Samsung Galaxy A26 হবে আরও পাতলা, রেন্ডার ফাঁস হতেই ডিসপ্লে ও ক্যামেরা ডিজাইন প্রকাশ্যে এল
আজ Samsung Galaxy A26 ফোনের রেন্ডার প্রকাশ্যে এনেছেন। এর সামনে ইনফিনিটি ইউ স্ক্রিন দেখা গেছে। আর ডিসপ্লের চারপাশে বেজেল উপস্থিত। আবার স্মার্টফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়।
স্যামসাং একসাথে বেশ কয়েকটি এ সিরিজের ফোনের উপর কাজ করছে। গতকাল গ্যালাক্সি এ৩৬ ৫জি সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছিল। আজ আবার Samsung Galaxy A26 স্মার্টফোনের কম্পিউটারে তৈরি রেন্ডার ফাঁস হল। ছবিগুলি থেকে ডিভাইসটির ফ্রন্ট ও ব্যাক প্যানেলের ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই স্যামসাংয়ের এই ফোনকে গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম এক্সিনস ১২৮০ প্রসেসর সহ দেখা গিয়েছিল। অর্থাৎ বলা যায় হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে।
Samsung Galaxy A26 এর রেন্ডার ফাঁস হল
অ্যান্ড্রয়েড হেডলাইন আজ স্যামসাং গ্যালাক্সি এ২৬ ফোনের রেন্ডার প্রকাশ্যে এনেছেন। এর সামনে ইনফিনিটি ইউ স্ক্রিন দেখা গেছে। আর ডিসপ্লের চারপাশে বেজেল উপস্থিত। আবার স্মার্টফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। গ্যালাক্সি এ২৬ এর পরিমাপ ১৬৪ x ৭৭.৫ x ৭.৭ মিমি। অর্থাৎ ডিভাইসটি এর পূর্বসূরি থেকে পাতলা হবে। কারণ গ্যালাক্সি এ২৫ এর পরিমাপ ছিল ১৬১ x ৭৬.৫ x ৮.৩ মিমি।
যাইহোক রেন্ডার থেকে এছাড়া আর কোনো তথ্য জানা যায়নি। এর আগে বেঞ্চমার্ক সাইট থেকে সামনে এসেছিল যে, স্যামসাং গ্যালাক্সি এ২৬ ফোনটি ৬ জিবি র্যাম সহ পাওয়া যাবে। তবে আমাদের বিশ্বাস এর ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টও থাকবে। আবার ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। অবশ্যই এতে কোম্পানির নিজস্ব ওয়ান ইউআই কাস্টম স্কিন থাকবে। আর পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হবে এক্সিনস ১২৮০ প্রসেসর।
জানিয়ে রাখি, স্যামসাং এখন গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসের সাথে দীর্ঘদিন সফটওয়্যার আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে গ্যালাক্সি এ২৬ একটি বাজেট ফোন হবে, তাই এর সাথেও ৬ বছর ধরে ওএস ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। স্যামসাংয়ের তরফে এখনও এই হ্যান্ডসেট নিয়ে কিছু জানানো হয়নি। তবে আমাদের অনুমান, ২০২৪ সালের ডিসেম্বর বা ২০২৫ সালের জানুয়ারিতে এটি বাজারে আসতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ফোনের অন্যান্য ফিচারের মধ্যে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮/১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। তবে ফোনের বাক্সের মধ্যে হয়তো চার্জার দেওয়া হবে না।