Smartphones under Rs 15,000: ১৫ হাজার টাকার কমে কিনুন এই ৪ সেরা মোবাইল ফোন

Samsung Galaxy F15 5G স্মার্টফোনটি কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এটি ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যাবে।

Update: 2024-11-15 07:13 GMT

Smartphones under Rs 15000

Smartphones under Rs 15,000: এই মুহূর্তে ভারতের সর্বত্র 5G নেটওয়ার্ক উপস্থিত। জিও ও এয়ারটেলের দৌলতে দেশের মানুষ হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে। এই কারণে অনেকেই 5G স্মার্টফোন কিনছেন। আপনিও যদি নতুন ফাইভজি ফোন খুঁজে থাকেন কিন্তু বাজেট ১৫ হাজার টাকার কম হয় তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এই রেঞ্জের চারটি সেরা ফোনের কথা বলবো। এই লিস্টে Samsung, Xiaomi ও Nothing ব্র্যান্ডের ফোন উপস্থিত আছে। ডিভাইসগুলি ফ্লিপকার্টে এখন ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে।

১৫ হাজার টাকার কমে সেরা 5G ফোন

১৫,০০০ টাকার কমে ভালো 5G স্মার্টফোন খোঁজ করলে আপনি Samsung Galaxy F15 5G, Redmi Note 13 5G, Motorola G45 5G ও CMF by Nothing Phone 1 5G মডেলগুলির মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন। এই ডিভাইসগুলির দাম সহ ফিচার আসুন দেখে নেওয়া যাক।

Samsung Galaxy F15 5G

এই স্মার্টফোনটি কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এটি ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যাবে। এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। সাথে এতে বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

CMF by Nothing Phone 1 5G

এই ফোনটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর দাম ১৪,৯৯৯ টাকা। এতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে।

Redmi Note 13 5G

রেডমির ফোন অনেকেই পছন্দ করেন এবং বাজেট যদি ১৫ হাজার টাকা হয় তাহলে রেডমির এই ডিভাইসটি বেছে নিতে পারেন‌। ফ্লিপকার্টে এর ৬ জিবি র‌্যাম/ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,০৬৫ টাকা। এর ডিসপ্লে হল ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত।

Motorola G45 5G

আপনি ফ্লিপকার্ট থেকে ফোনটি কিনতে পারবেন। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। এই স্মার্টফোন স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি বড় ৬.৫ ইঞ্চি ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ এসেছে।

Tags:    

Similar News