এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে Vivo Y300 5G, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

আগামী ২১ নভেম্বর ভারতে Vivo Y300 5G লঞ্চ হতে চলেছে। আজ ভিভোর তরফে এর লঞ্চের তারিখ ও ডিজাইন সামনে আনা হয়েছে। ভিভো ওয়াই৩০০ ৫জি এর ডিজাইনের সাথে ভিভো ভি৪০ লাইট এর মিল আছে।

Update: 2024-11-14 18:18 GMT

অবশেষে আজ সামনে এল Vivo Y300 5G ফোনের ভারতে লঞ্চের তারিখ। আগামী ২১ নভেম্বর ভারতে এই ডিভাইসটি লঞ্চ হতে চলেছে। আজ ভিভোর তরফে এর লঞ্চের তারিখ ও ডিজাইন সামনে আনা হয়েছে। ভিভো ওয়াই৩০০ ৫জি এর ডিজাইনের সাথে ভিভো ভি৪০ লাইট এর মিল আছে। সম্ভবত এদের ফিচারের মধ্যেও মিল থাকবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট আসন্ন ভিভো হ্যান্ডসেটের জন্য একটি মাইক্রো সাইট তৈরি করেছে। অর্থাৎ লঞ্চের পর স্মার্টফোনটি ভিভোর ই-স্টোর ছাড়াও ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।

Vivo Y300 5G ভারতে লঞ্চ হচ্ছে ২১ নভেম্বর

ভিভো ইন্ডিয়ার তরফে শেয়ার করা পোস্টারে ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনকে তিনটি কালারে দেখা গেছে - টাইটেনিয়াম সিলভার, ডায়নামিক ব্ল্যাক, এমারেল্ড গ্রিন। এই একই ধরনের কালার ভিভো ভি৪০ লাইট ফোনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। ফলে বলার অপেক্ষা রাখে না যে, ভিভো ওয়াই৩০০ ৫জি আদতে ভিভো ভি৪০ লাইট এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। কারণ এদের ডিজাইন ও কালার ভ্যারিয়েন্টের মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

জানিয়ে রাখি, ভিভো ভি৪০ লাইট ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। আশা করা যায় ভিভো ওয়াই৩০০ ৫জি স্মার্টফোনেও এই ডিসপ্লে ও প্রসেসর থাকবে। এছাড়া এতে এআই অরা লাইট সহ ৫০ ‌মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আবার এই ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স ও স্টেরিও স্পিকার দেওয়া হবে। আবার ভিভো ওয়াই৩০০ ৫জি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, গত মাসে সংস্থাটি ভিভো ওয়াই৩০০ প্লাস লঞ্চ করেছিল। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার এতে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই স্মার্টফোনের দাম শুরু হয়েছে ২৩,৯৯৯ টাকা থেকে। এটি ফ্লিপকার্ট, অ্যামাজন ও ভিভো ই-স্টোর থেকে কেনা যাবে।

Tags:    

Similar News