Redmi Turbo 4 চোখের পলকে চার্জ হবে, 90W ফাস্ট চার্জিং সহ আর কি কি থাকবে দেখুন
নতুন Redmi Turbo 4 চীনের থ্রিসি সাইটে 24129RT7CC মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মডেলটিকে সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে।
রেডমি আরও একটি ফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর নাম Redmi Turbo 4। এটি রেডমি টার্বো ৩ এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে। আর গ্লোবাল মার্কেটে ডিভাইসটি Poco F7 নামে লঞ্চ হতে পারে। সম্প্রতি নতুন টার্বো মডেলটিকে আইএমইআই ডেটাবেসে খুঁজে পাওয়া গিয়েছিল। আজ আবার Redmi Turbo 4 চীনের 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে স্মার্টফোনটির চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে।
3C সার্টিফিকেশন সাইট থেকে Redmi Turbo 4 সম্পর্কে কি কি তথ্য সামনে এল
নতুন রেডমি টার্বো ৪ চীনের থ্রিসি সাইটে 24129RT7CC মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মডেলটিকে সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। জানা গেছে ৯০ ওয়াট র্যাপিড চার্জার এতে সাপোর্ট করবে। টিপস্টার জানিয়েছেন আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে ফোনটি লঞ্চ হবে।
তিনি আরও বলেছেন যে, রেডমি কে৮০ সিরিজের লঞ্চের পরে রেডমি টার্বো ৪ বাজারে আসবে। আর কে৮০ সিরিজে ২কে রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হবে। যেখানে টার্বো মডেলে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। উল্লেখ্য, কে৮০ সিরিজ নভেম্বরের শেষ সপ্তাহে লঞ্চ হতে চলেছে।
Redmi Turbo 4 Pro লঞ্চ হতে পারে
রেডমি টার্বো ৪ সিরিজে আরেকটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে ইতিমধ্যেই জানা গেছে। এর নাম রাখা হবে রেডমি টার্বো ৪ প্রো। বেস মডেলে যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ প্রসেসর ব্যবহার করা হবে। সেখানে প্রো মডেল আসবে স্ন্যাপড্রাগন ৮এস এলিট প্রসেসরের সাথে। উভয় মডেলে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম অপারেটিং সিস্টেম দ্বারা চালিচ হবে।
Poco F7 নামে গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে
আমরা জানি রেডমি টার্বো ৩ বিশ্ব বাজারে পোকো এফ৬ নামে লঞ্চ হয়েছে। সেক্ষেত্রে সম্ভাবনা আছে যে টার্বো ৪ গ্লোবাল মার্কেটে পোকো এফ৭ নামে পাওয়া যাবে। আগামী বছরের শুরুতে এটি গ্লোবাল মার্কেটে পা রাখতে পারে।