সবচেয়ে সস্তা কার্ভড ডিসপ্লের ফোন Lava Blaze Curve 5G এখন 15 হাজার টাকার কমে
অ্যামাজন এই মুহূর্তে 15,000 টাকারও কম দামে কার্ভড ডিসপ্লের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Lava Blaze Curve 5G কেনার সুযোগ দিচ্ছে। গতকাল ব্ল্যাক ফ্রাইডে সেল শেষ হয়ে গেলেও আগের মতোই ডিভাইসটির উপর অফার পাওয়া যাচ্ছে। লাভার ফোনটিকে অ্যামাজনের ডিল অফ দা ডে বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বলা যায় যে এটি সীমিত সময়ের অফার।
যারা সস্তায় প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য বাজেট সেগমেন্টে কার্ভড ডিসপ্লে সহ উপস্থিত Lava Blaze Curve 5G। এই ফোনে 64 মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর ও MediaTek Dimensity 7050 প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি এখন অ্যামাজনে ব্যাঙ্ক কার্ড অফারের সাথে কেনা যাবে।
লাভা ব্লেজ কার্ভ 5G ফোনের সাথে পাবেন এই অফার
লাভা ব্লেজ কার্ভ 5G এর উপর 29 শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। যার পরে এটি ই-কমার্স প্ল্যাটফর্মে 14,999 টাকার তালিকাভুক্ত হয়েছে। এই মূল্য 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার ক্রেতারা যদি ফেডারাল, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক বা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তবে 1000 টাকা পর্যন্ত ছাড় অতিরিক্ত ছাড় পাবেন।
এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এবং তার অবস্থা যদি ভালো হয় তবে সর্বোচ্চ 13,800 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। গ্লাস আয়রন এবং গ্লাস ভিরিডিয়ান এই দুটি কালারে উপস্থিত লাভা ব্লেজ কার্ভ 5G।
স্পেসিফিকেশন ও ফিচার
লাভা ব্লেজ কার্ভ 5G স্মার্টফোনে রয়েছে Widevine L1 প্রোটেকশন সহ 6.67 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimensity 7050 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাউন্ডের জন্য এই লাভা স্মার্টফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্পিকার আছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।