Motorola G35 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বাজেটের মধ্যে 50MP ক্যামেরা সহ থাকবে 5000mAh ব্যাটারি

Motorola G35 5G ফোনে 6.7 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে 1000 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। ভিশন বুস্টার টেকনোলজি সহ আসা এই ডিসপ্লে 60Hz থেকে 120Hz পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট অফার করবে।

Update: 2024-12-04 03:34 GMT

মোটোরোলা ফোনের ভারতীয় ফ্যানদের জন্য রয়েছে দারুণ খবর। আসলে শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Motorola G35 5G স্মার্টফোন। ই-কমার্স সাইট Flipkart আজ এই ডিভাইসের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। যেখানে ফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। মাইক্রোসাইট অনুযায়ী, আগামী 10 ডিসেম্বর ভারতে আসতে চলেছে Motorola G35 5G। ফোনটি সবুজ, লাল এবং কালো রঙে পাওয়া যাবে।

এছাড়া জানা গেছে, নতুন হ্যান্ডসেটের রিয়ার প্যানেল ভেগান লেদার ডিজাইন দেখা যাবে। আবার ফোনটি 120Hz রিফ্রেশ রেট, ডলবি অ্যাটমস সাউন্ড এবং 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ ফুল এইচডি + ডিসপ্লে অফার করবে। আর বলার অপেক্ষা রাখে না যে, মোটোরোলা G35 5G লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Motorola G35 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুসারে, মোটোরোলা G35 5G ফোনে 6.7 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে 1000 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। ভিশন বুস্টার টেকনোলজি সহ আসা এই ডিসপ্লে 60Hz থেকে 120Hz পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট অফার করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য, এতে গরিলা গ্লাস 3 ব্যবহার করা হবে। ফোনটি 4GB র‌্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ অপশন সহ পাওয়া যাবে।

এর সাথে মোটোরোলা G35 5G ডিভাইসে 8GB পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। প্রসেসর হিসেবে এই ফোনে ইউনিসক T760 দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। একই সঙ্গে সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি থাকবে 5000mAh, যা 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ওএসের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। এতে দুই বছরের জন্য ওএস আপগ্রেড ও সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। সাউন্ডের জন্য এই ফোনে ডলবি অ্যাটমস সহ ডুয়াল স্টেরিও স্পিকার থাকবে। ফোনটির দাম বাজেট সেগমেন্টে রাখা হবে।

Tags:    

Similar News