Oppo Find X8 Ultra বছরের শুরুতে বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে, পেরিস্কোপ ক্যামেরা সহ থাকবে Snapdragon 8 Elite প্রসেসর

Oppo Find X8 Ultra চীনের রেডিও সার্টিফিকেশন সাইটে PKH120 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পাওয়ার অর্থ এতে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে।

Update: 2024-12-04 18:27 GMT

ওপ্পো চীনের পর সম্প্রতি গ্লোবাল মার্কেটে ফাইন্ড X8 সিরিজের অধীনে Oppo Find X8 ও Find X8 Pro লঞ্চ করেছে। এই দুই ডিভাইসে আছে ডাইমেনসিটি 9400 প্রসেসর। এবার সংস্থা এই সিরিজের আরও দুটি ফোন বাজারে আনতে চলেছে, যাদের নাম Oppo Find X8 Ultra ও Oppo Find X8 Next। বলার অপেক্ষা রাখে না যে, আল্ট্রা মডেলটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস হবে। 2025 সালের প্রথম কোয়ার্টারে স্মার্টফোন দুটি লঞ্চ হবে। তবে লঞ্চের আগে এখন আল্ট্রা মডেলটি radio সার্টিফিকেশন সাইটে উপস্থিত হল।

Oppo Find X8 Ultra পেল radio সার্টিফিকেশন

ওপ্পো ফাইন্ড X8 আল্ট্রা চীনের রেডিও সার্টিফিকেশন সাইটে PKH120 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পাওয়ার অর্থ এতে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে। এর আগে একই মডেল নম্বর সহ ফোনটি 3C, TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এই দুই সাইট থেকে ওপ্পো ফাইন্ড X8 আল্ট্রা-র কিছু ফিচার সামনে এলেও রেডিও সার্টিফিকেশন সাইট থেকে কোনো স্পেসিফিকেশন জানা যায়নি।

এর আগে সামনে এসেছিল যে, এই প্রিমিয়াম ওপ্পো ফোনে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হবে। আবার প্রো মডেলের মতো এতেও ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, Oppo Find X8 Ultra ডিভাইসে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে OIS সহ 50 মেগাপিক্সেল LYT-900 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল সনি IMX882 আল্ট্রা ওয়াইড লেন্স, OIS সহ 50 মেগাপিক্সেল LYT 701 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল সনি IMX882 পেরিস্কোপ টেলিফটো সেন্সর, এতেও OIS সাপোর্ট করবে।

আবার এই ডিভাইসে 6.82 ইঞ্চি OLED প্যানেল দেখা যাবে, এই ডিসপ্লে 2K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসা এই Oppo Find X8 Ultra অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

Tags:    

Similar News