বাজেটের মধ্যে এত কিছু, Realme 14 Pro আসছে 45W চার্জিং সাপোর্ট ও 50MP ক্যামেরার সাথে

রিয়েলমি 14 প্রো ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর RMX5056। আর আজকের মডেলটি এর চীনা ভ্যারিয়েন্টের। 3C লিস্টিং অনুযায়ী, Realme 14 Pro স্মার্টফোনটি VCB4JACH অ্যাডাপ্টারের সাথে আসবে, যা 5VDC 2A বা 5-11VDC 4.1A ম্যাক্স আউটপুট দেবে।

Update: 2024-12-04 17:26 GMT

রিয়েলমি এখন তাদের নতুন ফোন Realme Neo 7 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এটি মিড রেঞ্জে আসবে। তবে এর পাশাপাশি রিয়েলমির আরেকটি স্মার্টফোন নিয়ে কাজ করছে। এর নাম Realme 14 Pro। আজ চীনের 3C সার্টিফিকেশন সাইটে এই ফোনকে খুঁজে পাওয়া গেছে। এখানে ডিভাইসটি RMX5055 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে।

Realme 14 Pro ফোনে থাকবে 45W SuperVOOC চার্জিং

সম্প্রতি 91মোবাইলস তাদের রিপোর্টে জানিয়েছিল, রিয়েলমি 14 প্রো ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর RMX5056। আর আজকের মডেলটি এর চীনা ভ্যারিয়েন্টের। 3C লিস্টিং অনুযায়ী, এই স্মার্টফোনটি VCB4JACH অ্যাডাপ্টারের সাথে আসবে, যা 5VDC 2A বা 5-11VDC 4.1A ম্যাক্স আউটপুট দেবে। অ্যাডাপ্টার থেকে নিশ্চিত হওয়া গেছে যে আসন্ন ডিভাইসে 45W সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে 5G মোবাইল কানেক্টিভিটি পাওয়া যাবে।

Realme 14 Pro এর প্রাইমারি ক্যামেরা 50MP

রিয়েলমি 14 প্রো এর ভারতীয় ভ্যারিয়েন্ট কয়েকদিন আগে ক্যামেরা এফভি 5 সাইটে উপস্থিত হয়েছিল। এখানে ডিভাইসটি RMX5056 মডেল নম্বর সহ দেখা গিয়েছিল। ক্যামেরা এফভি 5 অনুযায়ী, ফোনের রিয়ার ক্যামেরার অ্যাপারচার থাকবে f/1.8। এছাড়াও থাকবে EIS, 26.6mm ফোকাল লেংথ এবং 12.6MP রেজোলিউশন। অনুমান করা হচ্ছে, এতে পিক্সেল-বিনিং সহ 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।

সেলফির জন্য থাকবে 16MP ক্যামেরা

সেলফির জন্য রিয়েলমি 14 প্রো ডিভাইসে f/2.4 অ্যাপারচার, EIS, 27.2mm ফোকাল লেংথ সহ সেন্সর দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, ফোনটির সেলফি ক্যামেরা 16MP রেজোলিউশন অফার করবে। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে – 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 512GB। আর ফোনটি পার্ল হোয়াইট এবং সুয়েড গ্রে কালার অপশনে আসতে পারে।

Tags:    

Similar News