10 হাজার টাকার কমে POCO M7 Pro 5G ও Poco C75 5G ভারতে লঞ্চ হচ্ছে এই তারিখে
বাজেট 5G ফোন ক্রেতাদের জন্য সুখবর। আসলে এই মাসে Poco একটি নয়, বরং দুটি সস্তা 5G ফোন আনছে। 17 ডিসেম্বর দুপুর 12টায় ভারতে লঞ্চ হবে এই দুটি স্মার্টফোন। আর এই দুই বাজেট-ফ্রেন্ডলি ফোনের নাম POCO M7 Pro 5G এবং POCO C75 5G।
Highlights
• POCO M7 Pro 5G এবং POCO C75 5G ভারতে লঞ্চ হচ্ছে 17 ডিসেম্বর
• পোকোর এই দুই ডিভাইসের জন্য ফ্লিপকার্টে ইতিমধ্যেই মাইক্রো-সাইট লাইভ করা হয়েছে।
• ভারতে 10,000 টাকার কম দামে লঞ্চ হতে পারে POCO M7 Pro 5G
বাজেট 5G ফোন ক্রেতাদের জন্য সুখবর। আসলে এই মাসে Poco একটি নয়, বরং দুটি সস্তা 5G ফোন আনছে। 17 ডিসেম্বর দুপুর 12টায় ভারতে লঞ্চ হবে এই দুটি স্মার্টফোন। আর এই দুই বাজেট-ফ্রেন্ডলি ফোনের নাম POCO M7 Pro 5G এবং POCO C75 5G। পোকোর এই দুই ডিভাইসের জন্য ফ্লিপকার্টে ইতিমধ্যেই মাইক্রো-সাইট লাইভ করা হয়েছে। এখানে এদের নাম এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। চলুন এদের সম্পর্কে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।
POCO M7 Pro 5G ফোনে থাকবে এই ফিচার
মাইক্রোসাইট থেকে জানা গেছে পোকো M7 প্রো 5G ফোনে 2100 নিটস পিক ব্রাইটনেস সহ সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। এটি গাঢ় কালো রঙে পাওয়া যাবে। ডিভাইসটির স্ক্রিন সাইজ হবে 6.67 ইঞ্চি এবং এটি FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে টিইউভি ট্রিপল এবং এসজিএস আই কেয়ার সার্টিফিকেশন প্রাপ্ত হবে। আবার এই পোকো ফোন 92.02% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। পোকোর এই ফোনে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এখনও পর্যন্ত কোম্পানি শুধুমাত্র POCo M7 Pro 5G এর ডিসপ্লে ফিচার নিশ্চিত করেছে। আশা করা যায় শীঘ্রই এর অন্যান্য স্পেসিফিকেশনও প্রকাশ করা হবে। উল্লেখ্য, POCO M6 Pro 5G এর 4GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে এখন 9498 টাকায় পাওয়া যাচ্ছে। ফলে ভারতে 10,000 টাকার কম দামে লঞ্চ হতে পারে POCO M7 Pro 5G।
POCO C75 5G ফোনের ফিচার
ফ্লিপকার্টে পোকো C75 5G এর জন্য একটি ডেডিকেটেড মাইক্রো-সাইট তৈরি করা হয়েছে, এখান থেকে জানা গেছে যে, ফোনটি ভারতের সবচেয়ে মজবুত 5G ফোন হবে। পোকো এই সেগমেন্টে সনি ক্যামেরাও প্রথমবার দেবে বলেও দাবি করেছে। এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 4 এস জেন 2 প্রসেসর ব্যবহার করা হবে। এতে থাকবে 2 +1 কার্ড স্লট, 8 জিবি পর্যন্ত ফিজিক্যাল র্যাম, ৪ জিবি টার্বো র্যাম এবং ১ টেরাবাইট এক্সপ্যান্ডেবল স্টোরেজ।
কোম্পানি বলছে যে পোকো C75 5G দ্রুত স্ট্রিমিং, মসৃণ গেমিং, দ্রুত লেনদেন এবং দ্রুত ডাউনলোড গতি অফার করবে। আসন্ন এই ডিভাইসে 6.88-ইঞ্চি HD+ 120Hz ডিসপ্লে, 18W চার্জিং সাপোর্ট সহ 5,160mAh ব্যাটারি দেওয়া হবে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক HyperOS কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 50+2+5MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।