অপেক্ষা শেষ! Vivo X200 দুর্ধর্ষ ক্যামেরা সহ 12 ডিসেম্বর ভারতে লঞ্চ হচ্ছে, দাম কত থাকবে
ভিভো X200 প্রো স্ট্যান্ডার্ড মডেলের মতো একই ডিসপ্লে সাইজে এসেছে, তবে এতে 120Hz পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এলটিপিও প্যানেল এতে দেওয়া হয়েছে। Vivo X200 Pro ভ্যারিয়েন্টে রয়েছে 200 মেগাপিক্সেল জেইস এপিও টেলিফটো সেন্সর।
অবশেষে নিশ্চিত করা হল Vivo X200 সিরিজের ভারতে লঞ্চের তারিখ। ফ্লিপকার্টে মাইক্রোসাইটের মাধ্যমে এই সিরিজের লঞ্চের তারিখ জানিয়েছে সংস্থা। আগামী 12 ডিসেম্বর 2024 তারিখে দুপুর 12টায় ভারতে লঞ্চ হবে Vivo X200 সিরিজ। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে এই সিরিজের ফোনগুলি। উল্লেখ্য, ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে Vivo X200, X200 Pro ও X200 Pro Mini। যদিও ভারতে প্রথম দুটি মডেল আসবে।
Vivo X200 সিরিজের সেল ডেট
লঞ্চের তারিখের পাশাপাশি টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে ভিভো X200 সিরিজের প্রথম সেল 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আসুন ডিভাইস দুটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম দেখে নেওয়া যাক।
Vivo X200, X200 Pro এর ফিচার
ভিভো X200 মডেলে 6.67-ইঞ্চি 10-বিট OLED এলটিপিএস কোয়াড-কার্ভড স্ক্রিন রয়েছে, যা এইচডিআর 10+ এবং 4500 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 90W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। X200 মডেলটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল 50-মেগাপিক্সেল Sony IMX921 প্রাথমিক সেন্সর, 50-মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স এবং 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা।
ভিভো X200 প্রো স্ট্যান্ডার্ড মডেলের মতো একই ডিসপ্লে সাইজে এসেছে, তবে এতে 120Hz পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এলটিপিও প্যানেল এতে দেওয়া হয়েছে। প্রো ভ্যারিয়েন্টে রয়েছে 200 মেগাপিক্সেল জেইস এপিও টেলিফটো সেন্সর। এতে ভিভোর V3 + ইমেজিং চিপের সমর্থন রয়েছে, যা 4K এইচডিআর সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও এবং 60 এফপিএসে 10-বিট লগ ভিডিও রেকর্ডিংয়ের মতো ফিচার অফার করে।
Vivo X200 Pro ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। X200 সিরিজের দুটি মডেলেই রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 চিপসেট।
ভিভো X200, ভিভো X200 প্রো এর দাম ভারতে (প্রত্যাশিত)
গতকাল মুকুল শর্মা জানিয়েছিলেন যে, ভারতে ভিভো X200 প্রো এর দাম 90,000 টাকার কম রাখা হবে। আর ভিভো X200 এর বেস ভ্যারিয়েন্টটি 65,000 টাকায় পাওয়া যাবে।