OnePlus 13 শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে, 50MP টেলিফটো ক্যামেরা সহ থাকবে ভেগান লেদার ফিনিশ

OnePlus 13 ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস 13-তে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Update: 2024-12-04 05:37 GMT

OnePlus 13 India Launch Date

খুব শীঘ্রই ভারতে আসছে OnePlus 13। অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল ডিভাইসটি। এখন ব্র্যান্ডটি 2025 সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী ফোনটি আনতে চলেছে। এই সময়ে ভারতেও পা রাখবে স্ন্যাপড্রাগন 8 Elite চালিত ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। আজ ওয়ানপ্লাস ইন্ডিয়ার তরফে আসন্ন এই ডিভাইসের কালার ভ্যারিয়েন্ট টিজ করা হয়েছে। জানা গেছে OnePlus 13 যেসব কালার ভ্যারিয়েন্ট সহ চীনে লঞ্চ হয়েছিল, ভারতেও একই কালার অপশনে পাওয়া যাবে।

OnePlus 13 এই কালার ভ্যারিয়েন্টে ভারতে আসবে

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনটি ভারতে তিনটি কালার বিকল্পে পাওয়া যাবে - মিডনাইট ওশান, ব্ল্যাক এক্লিপস এবং আর্কটিক ডন, মিডনাইট ওশান ভ্যারিয়েন্ট। এর পিছনে দেখা যাবে মাইক্রো ফাইবার ভেগান লেদার ফিনিশ, যা ফোনকে স্ক্র্যাচ থেকে রক্ষা করবে। এর পাশাপাশি ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য এই স্মার্টফোনে IP68 ও IP69 রেটিং থাকবে।

OnePlus 13 ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস 13 ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে আছে 50MP প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা ডেভেলপ করেছে হ্যাসেলব্ল্যাড। আর এই ডিভাইসে 6.82-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে, যা 1440 x 3168 পিক্সেল রেজোলিউশন, 4500 নিট পর্যন্ত ব্রাইটনেস, 800 নিট সাধারণ ব্রাইটনেস সাপোর্ট করবে।

ওয়ানপ্লাস 13 এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে পাবেন অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ওআইএস সহ 50MP টেলিফোটো লেন্স। টেলিফটো ক্যামেরায় 3x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Tags:    

Similar News