2025 সালের শুরুতেই Nothing Phone (3) সহ আসছে নতুন তিনটি স্মার্টফোন
Nothing আগামী বছরের প্রথম আর্ধে তিনটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে, তার মধ্যে অন্যতম হল Nothing Phone (3)। ফোনটিকে এখন Geekbench বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে।
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড নাথিং (Nothing) বর্তমানে তিনটি নতুন স্মার্টফোনের ওপর কাজ বলে শোনা যাচ্ছে। এই ডিভাইসগুলি আগামী বছরের প্রথমার্ধের মধ্যে ভারত এবং বিশ্বের অন্যান্য বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে একটি নতুন নাথিং ফোনকে দেখা গেছে, যেটি Nothing Phone (3) হিসাবে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। আসন্ন তিনটি ডিভাইসের মধ্যে এটি একটি হবে। আসুন বেঞ্চমার্ক লিস্টিং থেকে ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Nothing ২০২৫ সালে তিনটি নতুন ফোন লঞ্চ করতে পারে
টিপস্টার যোগেশ ব্রার তার অফিসিয়াল এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে পোস্ট করেছেন যে, নাথিং বর্তমানে তিনটি নতুন স্মার্টফোন ডেভেলপ করছে। এই ডিভাইসগুলি আগামী বছরের জানুয়ারি থেকে জুন মাসে মধ্যে একাধিক ইভেন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷ তিনি এও বলেছেন যে, নতুন মডেলগুলি নাথিংয়ের ফোন লাইনআপের অধীনে রয়েছে, সাব-ব্র্যান্ড সিএমএফ (CMF)-এর সাথে যুক্ত না৷
কোম্পানি যদিও তাদের আসন্ন ফোনগুলির নাম বা অন্য তথ্য খোলসা করেনি। তবে গত সেপ্টেম্বরে নাথিং একটি ডেমো ভিডিওতে তাদের আসন্ন নাথিং ফোন (৩) এর ডিসপ্লে প্রদর্শন করে। ভিডিওটি স্লিম এবং ইউনিফর্ম বেজেল যুক্ত স্ক্রিন সহ ডিভাইসটির পাঞ্চ-হোল ডিজাইন দেখিয়েছিল। এখন আবার গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে এ০৫৯ মডেল নম্বর সহ একটি নতুন নাথিং ডিভাইসকে দেখা গেছে। অনুমান করা হচ্ছে যে, এটি আসন্ন নাথিং ফোন (৩)। এই নাম অপ্রকাশিত ফোনটিতে অক্টা-কোর প্রসেসর রয়েছে, যা বেঞ্চমার্ক ডেটাবেসের সিঙ্গেল-কোর রাউন্ডে ১,১৪৯ পয়েন্ট এবং মাল্টি-কোর পারফরম্যান্সে ২,৮১৩ পয়েন্ট স্কোর করেছে। মূল কনফিগারেশন এবং ক্লক স্পিড বিবেচনা করে মনে করা হচ্ছে যে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট হতে পারে।
Nothing phone (3) হ্যান্ডসেটের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
নাথিং প্রথম ব্যাচে দুটি ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল সম্ভবত নাথিং ফোন (৩) এবং নাথিং ফোন (৩) প্রো৷ ‘আর্কানাইন’ (Arcanine) কোডনেম যুক্ত বেস মডেলে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে ‘হিসুইয়ান’ (Hisuian) কোডনেমের প্রো ভ্যারিয়েন্টটি ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসরের সাথে বৃহত্তর ৬.৭ ইঞ্চির ডিসপ্লে অফার করতে পারে। তবে এখনও পর্যন্ত ফোনগুলি সম্পর্কে নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
তবে, সাম্প্রতিক গিকবেঞ্চ লিস্টিং ইঙ্গিত করেছে যে নতুন নাথিং ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে নাথিং ওএস ৩.০ কাস্টম স্কিনে রান করবে৷ এতে সমস্ত এআই নির্ভর ফিচার, উন্নত অ্যানিমেশন এবং অন্যান্য সমস্ত এনহ্যান্সমেন্ট অন্তর্ভুক্ত থাকতে পারে, যা কোম্পানি নাথিং ওএস ৩.০ বিটা ভার্সনের সাথে ঘোষণা করেছে৷