Vivo Y300 5G ভারতে ফাটাফাটি ফিচার সহ লঞ্চ হল, রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, দাম কত
Vivo Y300 5G ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ: দাম ২১,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: দাম ২৩,৯৯৯ টাকা।
প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল Vivo Y300 5G স্মার্টফোন। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। ওয়াই সিরিজের নতুন এই ডিভাইসে অ্যামোলেড ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ও ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিন রয়েছে। আগামী ২৪ নভেম্বর থেকে এর সেল শুরু হবে। আসুন স্মার্টফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo Y300 5G: ভারতে দাম ও প্রাপ্যতা
ভিভো ওয়াই সিরিজের এই ফোনের দাম শুরু হয়েছে ২১,৯৯৯ টাকা থেকে। ডিভাইসটি টাইটেনিয়াম সিলভার, ফ্যান্টম পার্পেল ও এমারেল্ড গ্রিন কালারে এসেছে। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
ভিভো ওয়াই৩০০ ৫জি
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ: দাম ২১,৯৯৯ টাকা
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: দাম ২৩,৯৯৯ টাকা।
ভিভো ইন্ডিয়া ই-স্টোরেজ থেকে আগামী ২৪ নভেম্বর এই ফোনের সেল শুরু হবে। এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১,০০০ টাকা ছাড় পাবেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই অফার পাওয়া যাবে।
Vivo Y300 5G: স্পেসিফিকেশন ও ফিচার
ফিচার হিসেবে ভিভো ওয়াই সিরিজের এই ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
আসুন ভিভো ওয়াই৩০০ ৫জি এর সম্পূর্ণ টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক :
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০০ নিটস পিক ব্রাইটনেস, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেন্সিটি
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪
র্যাম ও স্টোরেজ: এলপিডিডিআর৪এক্স র্যাম ও ইউএফএস ২.২ ইন্টারনাল স্টোরেজ, মাইক্রো-এসডি কার্ড স্লটের মাধ্যমে ২টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
রিয়ার ক্যামেরা: এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি বোকেহ লেন্স, এলইডি ফ্ল্যাশ
ফ্রন্ট ক্যামেরা: এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
ব্যাটারি এবং চার্জিং: ৫,০০০ এমএএইচ, ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ দ্রুত চার্জিং
কানেক্টিভিটি: ডুয়াল সিম, ৫জি, ৪জি এলটিই, ব্লুটুথ ৫.০, ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ), জিপিএস (জিপিএস, বেইডো, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস, নেভিগেটর), ওটিজি, ইউএসবি ২.০
অডিও: ডুয়াল স্টেরিও স্পিকার, ৩০০ শতাংশ অডিও বুস্টার
অন্যান্য: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর