iPhone 17 Slim: ফিচার থেকে দাম, লঞ্চের আগে অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন সম্পর্কে জেনে নিন
আগামী বছর অ্যাপল আনছে একটি বিশেষ আইফোন মডেল, যার নাম হবে iPhone 17 Air/iPhone 17 Slim। এটি এখনও পর্যন্ত কোম্পানির সবথেকে স্লিম স্মার্টফোন হবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই হ্যান্ডসেটটির সর্ম্পকে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
অ্যাপল তাদের আইফোনের বেশ কয়েক প্রজন্ম ধরে ফর্মের চেয়ে বেশি ফাংশনকে অগ্রাধিকার দিয়ে আসছে। তবে, এমনটা সব আইফোন সিরিজের ক্ষেত্রে হয়নি। আইফোন ৬ হল এমনই একটি মডেল। এটি অ্যাপলের এখনও পর্যন্ত সবচেয়ে স্লিম ও হালকা ওজনের ডিভাইস, যা ছিল প্রতিদ্বন্দ্বী ফোনগুলির থেকে আলাদা। বহুবছর পর Apple হয়তো আসন্ন iPhone 17 লাইনআপের ক্ষেত্রে সেই একই পন্থা অবলম্বন করবে, অন্তত আংশিকভাবে। কেননা বেশ কিছু মাস ধরেই একটি নতুন আল্ট্রা-স্লিম আইফোনকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। এটি সম্ভবত iPhone 17 Air/iPhone 17 Slim নামে বাজারে আসতে পারে। আসন্ন এই আল্ট্রা স্লিম আইফোনটির সম্পর্কে কি কি তথ্য এখনও পর্যন্ত সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
iPhone 17 Slim মাত্র ৬ মিমি পুরু হতে পারে
ম্যাকরিউমার্স-এর একটি রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৭ স্লিম হতে পারে ৬ মিলিমিটার স্লিম, যা এটিকে আইফোন ৬ এর থেকে অনেক বেশি পাতলা করে তুলবে এবং সম্ভবত সবচেয়ে পাতলা আইফোনে পরিণত করবে। আইফোন ৬ এর পরিমাপ ৬.৯ মিমি, তাই যদি আইফোন ১৭ স্লিম সত্যিই ৬ মিলিমিটার পুরু হয় তবে এটি আরও ০.৯ মিমি পাতলা হবে। এটি আইফোন লাইনআপের জন্য একটি উল্লেখযোগ্য রিডিজাইনের দিকে ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি অ্যাপল আগামী বছর একটি নতুন ডিভাইসও লাইনআপে যুক্ত করতে পারছে, তবে সেক্ষেত্রে মিনি বা প্লাস মডেল বাদ যেতে পারে।
আইফোন ১৭ এয়ার/স্লিম কি কি অফার করতে পারি?
বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আইফোন ১৭ স্লিম আইফোন ১৭ প্রো ম্যাক্সের চেয়েও বেশি ব্যয়বহুল হতে পারে, অর্থাৎ এটি লাইনআপের সবচেয়ে দামী মডেল হবে। যদিও তথ্যটিকে এখনই সঠিক বলে ধরে নেওয়া হচ্ছে না, তবে এমন একটি স্লিম ডিজাইন অর্জনের জন্য প্রয়োজনীয় ইঞ্জিয়ারিং ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিবেচনা করে এটি খুব একটা আশ্চর্যজনক না।
স্পেসিফিকেশনের ক্ষেত্রে, ডিভাইসটিতে অ্যাপলের স্বনির্মিত এ১৯ চিপসেট এবং ডায়নামিক আইল্যান্ড ফিচারটি যুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। কিন্তু ফোনটিতে শুধুমাত্র একটি রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে, যেমনটা আসন্ন আইফোন এসই ৪ মডেলেও দেখা যেতে পারে। এছাড়াও কিছু সূত্র মারফৎ জানা গেছে যে, আইফোন ১৭ স্লিম মডেলে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং অ্যাপলের উন্নত এআই ফিচার সাপোর্ট করার জন্য ৮ জিবি র্যাম থাকতে পারে। লঞ্চের টাইমলাইনের পরিপ্রেক্ষিতে, আইফোন ১৭ স্লিম আগামী বছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৭ লাইনআপের বাকি ডিভাইসগুলির সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ফলে ডিভাইসটির জন্য আইফোন অনুরাগীদের এখনও বেশ কিছু মাস অপেক্ষা করতে হবে।