আগামী সপ্তাহে বাজারে আসছে Redmi K80 ও Redmi K80 Pro, চমৎকার বৈশিষ্ট্য প্রকাশ করল রেডমি
আগামী সপ্তাহেই বাজারে পা রাখতে চলেছে বহু প্রতীক্ষিত Redmi K80 সিরিজ। লঞ্চের আগে এখন কোম্পানির তরফে প্রথমবারের জন্য আসন্ন লাইনআপের কিছু বিবরণ প্রকাশ করা হয়েছে।
Redmi K80 সিরিজকে নিয়ে বিগত কয়েক মাস ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলেছে। দীর্ঘ অপেক্ষার পর এবার অবশেষে সিরিজটির প্রথম বিবরণ প্রকাশ্যে এনেছে রেডমি। কোম্পানি নিশ্চিত করেছে যে এই বছর, কে৮০ সিরিজে শুধুমাত্র দুটি মডেল থাকবে: রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো। লাইনআপে কোনও রেডমি কে৮০ই থাকবে না। এছাড়াও, ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে ফোনগুলির ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
রেডমি কে৮০ সিরিজের ডিসপ্লে ফিচার
রেডমি নিশ্চিত করেছে যে, রেডমি কে৮০ সিরিজের সমস্ত ফোনে টিসিএল হুয়াক্সিং (TCL Huaxing) দ্বারা তৈরি ২কে রেজোলিউশনের স্ক্রিন থাকবে। ২০.৩% বিদ্যুত খরচ কমাতে স্ক্রিনে কাস্টমাইজড এম৯ লুমিনসেন্ট উপাদান ব্যবহার করা হয়েছে। স্ক্রিন ১,৮০০ নিট গ্লোবাল পিক ব্রাইটনেস অফার করে।
সিরিজের উভয় ডিভাইসেই ডিসি ডিমিং, চোখের সুরক্ষার জন্য পোলারাইজড লাইট টেকনোলজি এবং আই-ফ্রেন্ডলি ব্যবহারের জন্য তিনটি টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন থাকবে। পরেরটিতে একটি হার্ডওয়্যার-লেভেলের ব্লু লাইট ফিল্টার রয়েছে, যার কোনও ফ্লিকার নেই এবং এটি সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের ঝংশান আই সেন্টার থেকে ক্লিনিকাল সার্টিফিকেশন লাভ করেছে।
এছাড়া জানা গেছে যে, রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো উভয় মডেলেই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। কিছু বৈশিষ্ট্য সামনে আনলেও, রেডমি এখনও কে৮০ সিরিজের অফিসিয়াল লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে তারা এটা নিশ্চিত করেছে যে, ফোনগুলি আগামী সপ্তাহে লঞ্চ হবে।
সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, রেডমি কে৮০ হ্যান্ডসেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি থাকতে পারে। ফোনটির পিছনের ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হতে পারে।
অন্যদিকে, রেডমি কে৮০ প্রো হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর যুক্ত থাকবে। রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৩২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেখা যাবে৷ ফোনের সামনের ক্যামেরাটি স্ট্যান্ডার্ড রেডমি কে৮০ মডেলের মতো একই ২০ মেগাপিক্সেলের সেন্সর হবে। তবে পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি কে৮০ প্রো মডেলে স্ট্যান্ডার্ড মডেলের থেকে সামান্য ছোট ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি মিলবে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।