Asus ROG Phone 9 Launch: আজ লঞ্চ হচ্ছে আসুস আরওজি ফোন ৯ সিরিজ, তার আগেই AnTuTu তে বিশ্ব রেকর্ড
আজ লঞ্চ হচ্ছে Asus ROG Phone 9 সিরিজের গেমিং ফোন। তার আগে সিরিজের বেস মডেল আনটুটু বেঞ্চমার্ক সাইটে সর্বোচ্চ ৩,১২১,৩৯০ স্কোর করেছে। এই সমগ্র স্কোর সিপিইউ, জিপিইউ, মেমোরি ও ইউএক্স টেস্টের স্কোরের মিলিত গড়। আলাদা আলাদা ভাবে এদের স্কোর যথাক্রমে ৬৬১,২৪৩, ১,২৫৬,৫৫৯, ৬৭২,৯৭৪ ও ৫৩০,৬১৪।
আজ অর্থাৎ ১৯ নভেম্বর লঞ্চ হতে চলেছে Asus ROG Phone 9 ও ROG Phone 9 Pro গেমিং ফোন। এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। আর স্মার্টফোন দুটির দাম ৬০,০০০ টাকার উপরে থাকবে বলে মনে হচ্ছে। এদিকে আজ লঞ্চের আগে সিরিজের বেস মডেল অর্থাৎ Asus ROG Phone 9 আনটুটু বেঞ্চমার্ক সাইটে উপস্থিত হয়েছে। তবে শুধু উপস্থিত হওয়া নয়! আনটুটুতে অন্য সব ডিভাইসকে পিছনে ফেলেছে এই গেমিং স্মার্টফোনটি।
Asus ROG Phone 9 এর AnTuTu লিস্টিং
আসুস আরওজি ফোন ৯ আনটুটু বেঞ্চমার্ক সাইটে সর্বোচ্চ ৩,১২১,৩৯০ স্কোর করেছে। এই সমগ্র স্কোর সিপিইউ, জিপিইউ, মেমোরি ও ইউএক্স টেস্টের স্কোরের মিলিত গড়। আলাদা আলাদা ভাবে এদের স্কোর যথাক্রমে ৬৬১,২৪৩, ১,২৫৬,৫৫৯, ৬৭২,৯৭৪ ও ৫৩০,৬১৪।
লিস্টিং থেকে জানা গেছে যে, আসুস আরওজি ফোন ৯ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। এটি ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১৫। আবার এর ডিসপ্লে ১৮৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, আসুস আরওজি ফোন ৯ গেমিং স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল দেখা যাবে। সিকিউরিটির জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। আর আসুস আরওজি ফোন ৯ এর পিছনে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। এটা ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে এবং এই ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ডুয়েল স্পিকার ও ৩.৫মিমি হেডফোন জ্যাক থাকবে।