Redmi A4 5G ভারতে লঞ্চ হল, দাম শুরু 8499 টাকা থেকে, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে বড় ব্যাটারি

Redmi A4 5G ডিভাইসে স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Update: 2024-11-20 08:19 GMT

Redmi A4 5G Launched

Xiaomi আজ ভারতে তাদের নতুন 5G ফোন Redmi A4 5G লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ১০০০০ টাকার কম। স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এতে হাইপারওএস কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫১৬০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে। Redmi A4 5G হল রেডমির সবচেয়ে সস্তা 5G ডিভাইস। আসুন এর সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম, কালার অপশন ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi A4 5G ভারতে দাম ও সেল ডেট

রেডমি এ৪ ৫জি দুটি কালার অপশনে ভারতে লঞ্চ হয়েছে। এগুলি হল - স্ট্যারি ব্ল্যাক ও স্পার্কেল পার্পেল। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ টাকা। আর রেডমি এ৪ ৫জি এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৯,৪৯৯ টাকা। আপনি যদি ১০ হাজার টাকার কমে ৫জি ফোন খুঁজে থাকেন তাহলে এটি কিনতে পারেন।

আগামী ২৭ নভেম্বর ২০২৪ থেকে Redmi A4 5G স্মার্টফোনের সেল শুরু হবে। রেডমির অফিসিয়াল ওয়েবসাইট mi.com ছাড়াও Amazon থেকে ডিভাইসটি কেনা যাবে।

Redmi A4 5G স্পেসিফিকেশন ও ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে রেডমি এ৪ ৫জি ডিভাইসে স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডিসপ্লের কথা বললে, এই ফোনে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি পাওয়া যাবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও ও ৬০০ নিটস ব্রাইটনেস অফার।

ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে রেডমির এই স্মার্টফোনে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য রেডমি এ৪ ৫জি ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

সিকিউরিটির জন্য রেডমি এ৪ ৫জি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস ১.০ কাস্টম স্কিনে চলবে। এটি ৮.২২মিমি পুরু। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ৩.৫মিমি হেডফোন জ্যাক, এফএম রেডিও, ডুয়েল সিম, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।

Tags:    

Similar News