হার মানবে DSLR, গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Vivo X200 ও Vivo X200 Pro
Vivo X200 এবং Vivo X200 Pro উভয় স্মার্টফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস সহ ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে।
ভিভো আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের অধীনে Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। গত মাসে চীনে প্রথম উন্মোচন করার পর সিরিজটি মালয়শিয়ার মার্কেটের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে উপস্থিত হয়েছে। এই দুটি হ্যান্ডসেটেই ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আসুন ভিভো এক্স২০০ এবং ভিভো এক্স২০০ প্রো ফোনগুলির সকল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Vivo X200 সিরিজের স্পেসিফিকেশন
ভিভো এক্স২০০ এবং ভিভো এক্স২০০ প্রো উভয় স্মার্টফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস সহ ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। তবে স্ট্যান্ডার্ড এক্স২০০ মডেলে ৬.৬৭ ইঞ্চির প্যানেল এবং এক্স২০০ প্রো ফোনে সামান্য বড় ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে বিদ্যমান। প্রো মডেলটি সিকিউরিটির জন্য আল্ট্রাসনিক আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে।
পারফরম্যান্সের জন্য, উভয় ডিভাইসই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট দ্বারা চালিত, যা এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, ভিভো এক্স২০০ ফোনে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে, ভিভো এক্স২০০ প্রো মডেলে দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি উন্নত জুম ক্ষমতার জন্য ২০০ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর উপস্থিত আছে৷
পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো এক্স২০০ ফোনে বড় ৫,৮০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে প্রো মডেলটি সামান্য বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে৷ উভয় মডেলই ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে, প্রো মডেল ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করে।
Vivo X200 সিরিজের মূল্য এবং লভ্যতা
ভিভো এক্স২০০ প্রো দুটি কালার অপশনে উপলব্ধ - টাইটানিয়াম গ্রে এবং মিডনাইট ব্লু। দুটি মডেলই ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ একটিমাত্র কনফিগারেশনে এসেছে। প্রো মডেলটির মূল্য ৪,৬৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৯৪,২০০ টাকা)।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ভিভো এক্স২০০ ফোনটি মিডনাইট ব্লু এবং অরোরা গ্রিন কালার অপশনে এসেছে, এর ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ৩,৫৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৭২,৭০০ টাকা)। ভিভো এক্স২০০ সিরিজ এখন মালয়েশিয়ায় প্রি-অর্ডারের জন্য উপলব্ধ, প্রি-অর্ডারের মেয়াদ শেষ হওয়ার পরপরই এর শিপমেন্ট শুরু হবে বলে আশা করা হচ্ছে। আশা করা হচ্ছে যে ডিভাইসটি আগামী ২৮ নভেম্বর থাইল্যান্ডে লঞ্চ হবে। তবে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য এবং ভারতের মতো বাজারে সিরিজটি কবে আত্মপ্রকাশ করবে, তা এখনও জানা যায়নি।