Vivo Smartphones: এই স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করলে বারোটা বাজবে স্মার্টফোনের, সতর্ক করল ভিভো

কিছু কিছু স্ক্রিন প্রোটেক্টর ফোনের জন্য একদমই ভালো না। স্ক্রিন সুরক্ষিত রাখার বদলে আরও ক্ষতি করে। বিশেষ করে UV টেম্পার্ড গ্লাস প্রোটেক্টর। যা নিয়ে সতর্ক করল ভিভো।

Update: 2024-11-21 07:27 GMT

Vivo Smartphones

নির্দিষ্ট কিছু স্ক্রিন প্রোটেক্টর নিয়ে সতর্ক করল Vivo। বিশেষ করে UV-কিউরড টেম্পারড গ্লাস প্রোটেক্টর যা সাধারণত কার্ভ ডিসপ্লে’র ফোনগুলিতে ব্যবহার হয়। এই স্ক্রিন প্রোটেক্টর সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টায় ভিভো। বিশেষজ্ঞরা মনে করছেন, অনুপযুক্ত ইনস্টলেশন বা নিম্ন মানের সামগ্রীর ব্যবহার স্মার্টফোনের বারোটা বাজাতে পারে।

ভিভো-এর দাবি, স্ক্রিন প্রটেক্টর ইনস্টলেশনের জন্য যে ইউভি আঠা ব্যবহার করা হয়, তার ফলে অডিয়ো সিস্টেমে ত্রুটি এবং ফোনের বাটনগুলি খারাপ হয়ে যেতে পারে। ৫টি ঝুঁকি সম্পর্কে সচেতন করেছে ভিভো।

UV স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করলে যে ৫ ক্ষতি হতে পারে ফোনের

১. এই প্রোটেক্টর লাগানোর যে আঠা ব্যবহার করা হয়, তা স্পীকারের গর্ত ব্লক করে দেয়। ফলে কম শব্দ আউটপুট বা অডিয়ো বিকৃতি ঘটাতে পারে।

২. অডিয়োর পাশাপাশি এই আঠা ফোনের পাশে থাকা বাটনগুলিকে আটকে দিতে পারে বা সম্পূর্ণ খারাপ করে দিতে পারে।

৩. প্রোটেক্টর লাগানোর সময় বায়ু বুদবুদ আঠালো রিসিভার বা পাশের বাটনে প্রবেশ করে ম্যালফাংশনের ঝুঁকি বাড়িয়ে তোলে। যার ফলে স্মার্টফোনে গোলমাল দেখা দিতে পারে।

৪. যদি ইউভি আঠা সিম ট্রেতে প্রবেশ করে, তাহলে এটি সিম ট্রে খারাপ করে পারে। এই আঠা বের করা কঠিন।

৫. এটি সিলিং রিংকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্ভাব্যভাবে ডিভাইসের জল প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে তোলে।

এছাড়াও UV আঠালো চামড়ার ব্যাটারি কভারকে ক্ষয় করতে পারে। যার ফলে ক্যামেরার ফ্রেমের ক্ষতি হয়।

কীভাবে স্ক্রিন সুরক্ষিত রাখবেন?

সংস্থা জানিয়েছে, স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য ভিভো অনুমোদিত পরিষেবা কেন্দ্রগুলিতে উপলব্ধ স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন। যে ব্যবহারকারীরা UV আঠালো সহ টেম্পারড গ্লাস প্রোটেক্টর বেছে নিচ্ছেন, তারা যেন ইনস্টলেশনের সময় সতর্কতা অবলম্বন করে। কোনও আঠা প্রয়োগ করার আগে রিসিভার, বাটন, স্পিকার, সিম কার্ড ট্রে এবং মাইক্রোফোনের মতো সংবেদনশীল জায়গাগুলিকে কভার করার জন্য সিলিং ফিল্ম ব্যবহার করা উচিত।

Tags:    

Similar News