DSLR হার‌ মানবে! ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা Xiaomi 15 Ultra ফোনের রেন্ডার ফাঁস হল

Xiaomi 15 Ultra ফোনটি আগামী বছর বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন একটি রেন্ডার ফাঁস হয়েছে, যা এর ক্যামেরা সেটআপটির সুস্পষ্ট নকশা প্রকাশ করেছে।

Update: 2024-11-14 17:59 GMT

শাওমি গতমাসে বাজারে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ শাওমি ১৫ সিরিজটি লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে দুটি মডেল বাজারে পা রেখেছে, এগুলি হল Xiaomi 15 এবং Xiaomi 15 Pro। তবে এই সিরিজে Xiaomi 15 Ultra মডেলটিও রয়েছে, যা আগামী বছর ফটোগ্রাফি প্রেমীদের জন্য শাওমির সেরা ক্যামেরা স্মার্টফোন হতে চলেছে৷ ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে এটি লঞ্চ হতে চলেছে। আজ এই হ্যান্ডসেটটির ক্যামেরা সিস্টেম কেমন হবে, তার একটি রেন্ডার সামনে এসেছে।

ফাঁস হল Xiaomi 15 Ultra ফোনের অভ্যন্তরীণ ডিজাইন

শাওমি ১৫ আল্ট্রা হ্যান্ডসেটে কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি ২৩ মিলিমিটারের ফোকাল লেন্থ এবং এফ/১.৬ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আল্ট্রাওয়াইড শটের জন্য একটি ৫০ মেগাপিক্সেলের আইএসওসেল জেএন৫ সেন্সর, ৩x জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স এবং ৪.৩ অপটিক্যাল জুম এবং ১০০ মিমি ফোকাল লেন্থ সহ একটি শক্তিশালী ২০০ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হবে।

 

গত মাসে ফাঁস হওয়া আগের রেন্ডারগুলি এই লেন্সগুলিকে যুক্ত করার জন্য একটি বিশিষ্ট ক্যামেরা বাল্জ প্রকাশ করেছিল, তবে এখন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে প্রকাশিত একটি নতুন ছবি শাওমি ১৫ আল্ট্রা ফোনের মধ্যে এই ক্যামেরা সেন্সরগুলির আকর্ষনীয় স্কেলের একটি পরিষ্কার দৃশ্য সামনে এনেছে। ক্যামেরা মডিউলটির ওপরে ২০০ মেগাপিক্সেলের দীর্ঘ সেন্সর রয়েছে, যা আদতে ১০০ মিলিমিটারের পেরিস্কোপ লেন্স। এটির নীচে সেকেন্ডারি আইএমএক্স৮৫৮ টেলিফোটো সেন্সর রয়েছে, আর প্রাইমারি এবং আল্ট্রাওয়াইড ক্যামেরাগুলি যথাক্রমে বাম এবং ডানদিকে অবস্থান করছে। ফোনটিতে একটি দৃশ্যমান ওয়্যারলেস চার্জিং কয়েল সহ একটি উল্লেখযোগ্যভাবে পুরু মিড ফ্রেম দেখা গেছে, যা ওয়্যারলেস চার্জিংয়ের জন্য এটির সাপোর্ট নিশ্চিত করে।

শাওমি ১৫ আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

শাওমি ১৫ আল্ট্রা ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও মাইক্রো-কার্ভড এজ সহ ৬.৭ ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে থাকবে। সুবিধাজনক এবং নিরাপদ আনলকিংয়ের জন্য ডিসপ্লেটিতে একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। শাওমি ১৫ আল্ট্রা তিনটি কালারের সাথে আসতে পারে - প্লেইন লেদার, ফাইবারগ্লাস বা সিরামিক, যা ইউজারদের পছন্দ এবং স্টাইল অনুসারে বিভিন্ন ধরণের অপশন সরবরাহ করবে।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য, শাওমি ১৫ আল্ট্রা ফোনে সম্ভবত লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে। এতে ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের জন্য সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারিও থাকতে পারে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে হাইপারওএস ২.০ (HyperOS 2.0) কাস্টম স্কিনে রান করবে। শাওমি ১৫ আল্ট্রা ২০২৫ সালের শুরুর দিকে চীনে আত্মপ্রকাশ করতে পারে, সম্ভবত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫ (MWC 2025) ইভেন্টে এটিকে লঞ্চ করা হবে।

Tags:    

Similar News