শুরু হল Oppo Reno 13 ও Pad 3 এর প্রি-অর্ডার, রয়েছে আকর্ষণীয় অফার
Oppo Reno 13 এবং Oppo Pad 3 চলতি মাসের শেষের দিকে বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসগুলির প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। কোম্পানি বিশেষ প্রি-অর্ডার বেনিফিটও ঘোষণা করেছে।
চীনা বাজারে ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ফাইন্ড এক্স৮ প্রো ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাম্প্রতিক লঞ্চের পরে, কোম্পানি তাদের লেটেস্ট রেনো সিরিজটিকে আগামী ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবে বলে জানা গেছে। লঞ্চের আগে এখন ওপ্পো চীনা ইউজারদের জন্য Oppo Reno 13 স্মার্টফোন সিরিজ এবং Oppo Pad 3 ট্যাবলেটের প্রি-অর্ডার চালু করেছে, যেখানে ক্রেতারা বিশেষ সুবিধা পাবেন। ডিভাইসগুলি প্রি অর্ডার করলে কি কি সুবিধা মিলবে, আসুন দেখে নেওয়া যাক।
Oppo Reno 13 ও Oppo Pad 3 প্রি-অর্ডারের সুবিধা এবং আকর্ষণীয় উপহার
ওপ্পো রেনো ১৩ সিরিজের ফোন প্রি-অর্ডার করলে বিশেষ কিছু সুবিধা পাওয়া যাবে। যারা ফোনগুলি প্রি-অর্ডার করবেন, তারা শুধুমাত্র ১ ইউয়ান (প্রায় ১২ টাকা) মূল্যে একটি কাস্টমাইজড ফোন কেস, এক্সক্লুসিভ মিস্ট্রি মার্চেন্ডাইজ এবং একটি সিজনাল টেনসেন্ট ভিডিও ভিআইপি মেম্বারশিপের জন্য ৫০% ডিসকাউন্ট ভাউচার পেতে পারেন।
ওপ্পো রেনো ১৩ সিরিজের পাশাপাশি, ওপ্পো প্যাড ৩ ট্যাবলেটটিও লোভনীয় অফার সহ প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে, যার মধ্যে অতিরিক্ত ২৯.৯ ইউয়ান (প্রায় ৩৫০ টাকা) মূল্যের একটি গিফ্ট বক্স, একটি অরিজিনাল স্টাইলাস এবং একটি ম্যাগনেটিক প্রোটেক্টিভ কেস রয়েছে৷
Oppo Reno 13 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
ওপ্পো রেনো ১৩ সিরিজ নতুন ডিজাইনের সাথে আসবে বলে জানা গেছে। সম্প্রতি সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওপ্পো রেনো ১৩ এবং আইফোন ১৫ এর ছবি একসাথে শেয়ার করেছিলেন। এই ছবিতে রেনো ১৩ মডেলটির ব্যাক প্যানেলর। ডিজাইন আইফোনের মতো দেখা গেছে।
ফিচারের কথা বললে, ওপ্পো রেনো ১৩ এবং ওপ্পো রেনো ১৩ প্রো-তে মাইক্রো-কোয়াড-কার্ভ ডিসপ্লে থাকতে পারে। স্ট্যান্ডার্ড রেনো ১৩ ফোনের স্ক্রিনের সাইজ ৬.৫৯ ইঞ্চি এবং প্রো মডেলটির ডিসপ্লে সাইজ ৬.৮৩ ইঞ্চি হবে। উভয় ডিসপ্লেই ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য, রেনো ১৩ প্রো মডেলে মিডিয়াটেকের আসন্ন ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেটটি রয়েছে।
সিরিজটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ (ColorOS 15) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে, যা উন্নত ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করবে। এতে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়েল স্পিকার, উন্নত হ্যাপটিক্সের জন্য একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং অতিরিক্ত স্থায়িত্ব ও ব্যবহারযোগ্যতার জন্য একটি স্লিম, লাইট ওয়েট ডিজাইন দেখা যাবে।
ওপ্পো রেনো ১৩ প্রো মডেলটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো বা পেরিস্কোপ লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় মডেলেই সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে।
স্ট্যান্ডার্ড রেনো ১৩-এ বড় ৫,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যেখানে প্রো ফোনটি আরও বড় ৫,৯০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করতে পারে। উভয় মডেলেই ফাস্ট ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। চীনে লঞ্চের পর, ওপ্পো রেনো ১৩ সিরিজটি ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে ভারত সহ গ্লোবাল মার্কেটে পা রাখবে বলে আশা করা হচ্ছে।