ভারতে স্ন্যাপড্রাগন প্রসেসর সহ লঞ্চ হবে Samsung Galaxy S25, হতাশাজনক পারফরম্যান্স Geekbench-এ

বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Samsung Galaxy S25 ফোনটি "SM-S931N" মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এটি কোরিয়ান মডেল বলে আমাদের ধারণা।

Update: 2024-11-15 13:44 GMT

স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে। Samsung Galaxy S25 সিরিজ আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে বাজারে পা রাখবে বলে অনুমান করা হচ্ছে। এই সিরিজের অধীনে তিনটি ডিভাইস শুরুতে আসবে বলে জানা গেছে - স্যামসাং গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। এরমধ্যে বেস মডেলটিকে সম্প্রতি Geekbench-এ দেখা গেছে। এখানে স্ন্যাপড্রাগন প্রসেসর সহ ফোনটি উপস্থিত হয়েছে।

Samsung Galaxy S25 উপস্থিত হল গিকবেঞ্চ প্ল্যাটফর্মে

বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে গ্যালাক্সি এস২৫ ফোনটি "SM-S931N" মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এটি কোরিয়ান মডেল বলে আমাদের ধারণা। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি একটি কাস্টোমাইজ প্রসেসর। সাধারণ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের ক্লক স্পিড ৪.৩২ গিগাহার্টজ। তবে কাস্টোমাইজ ভার্সনের ক্লক স্পিড ৪.৪৭ গিগাহার্টজ। আর গ্যালাক্সি এস২৫ এর এই ভার্সন ১২ জিবি র‌্যাম সহ লঞ্চ হবে।

তবে কাস্টোমাইজ প্রসেসর সহ এলেও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেলটির গিকবেঞ্চ স্কোর হতাশাজনক। এর পারফরম্যান্স চিন্তায় রাখতে পারে ফ্যানদের। গ্যালাক্সি এস২৫ এখানে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ২৪৮১ ও ৮৬৫৮ স্কোর করেছে। এই স্কোর অন্যান্য স্ন্যাপড্রাগন ৮ এলিট চালিত ফোন যেমন ওয়ানপ্লাস ১৩ ও আইকো ১৩ এর থেকে কম। এই দুই ডিভাইস যথাক্রমে ৩১০০ ও ১০,০০০ স্কোর করেছিল।

ফলে প্রশ্ন আসা স্বাভাবিক যে স্যামসাং কি বেস মডেল নিয়ে উদাসীন? নাকি স্যামসাং গ্যালাক্সি এস২৫ মডেলের ছোট কুলিং সিস্টেম খারাপ স্কোরের জন্য দায়ী? এই মুহূর্তে আমাদের কাছে এই সম্পর্কিত তথ্য নেই। তবে মনে রাখতে হবে যে গিকবেঞ্চ 'র পারফরম্যান্স' সামনে আনে, বাস্তবে ভিন্ন পারফরম্যান্স দেখা যেতে পারে।

এদিকে টিপস্টার আইস ইউনিভার্স ভারত ও ইউরোপের স্যামসাং প্রেমীদের জন্য খুশির খবর শেয়ার করেছেন। তিনি বলেছেন যে, গ্যালাক্সি এস২৩ সিরিজের মতো গ্যালাক্সি এস২৫ সিরিজ সারা বিশ্বে স্ন্যাপড্রাগন প্রসেসর সহ লঞ্চ হবে। অর্থাৎ এর কোনো‌ এক্সিনস বা মিডিয়াটেক প্রসেসর ভ্যারিয়েন্ট থাকবে না।

Tags:    

Similar News