৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Oppo Reno 12 Pro 5G মাত্র ৬১৬৭ টাকার মাসিক কিস্তিতে কিনুন

ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে Oppo Reno 12 Pro 5G ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ৩৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

Update: 2024-11-16 09:51 GMT

Oppo Reno 12 Pro 5G

চীনা স্মার্টফোন ব্র্যান্ড Oppo ভারতে যথেষ্ট জনপ্রিয়। কমবয়সী ছেলে মেয়েরা সংস্থার ফোন বেশি পছন্দ করে। কারণ ব্র্যান্ডের সমস্ত স্মার্টফোনে দুর্দান্ত ক্যামেরা সেটআপ থাকে, যা বর্তমান সোশ্যাল মিডিয়ায় যুগে খুব দরকার। আর আপনিও যদি সংস্থার নতুন কোনো ফোন খোঁজ করে থাকেন তাহলে Oppo Reno 12 Pro 5G বেছে নিতে পারেন। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা এই ডিভাইসটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ভালো ক্যামেরার পাশাপাশি এতে লং লাস্টিং ব্যাটারি ও পাওয়ারফুল প্রসেসর উপস্থিত। আর স্মার্টফোনটি এখন লোভনীয় ইএমআই অফারে কেনা যাচ্ছে।

Oppo Reno 12 Pro 5G: দাম ও অফার

ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ৩৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে এই স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৫৩,৯৯৯ টাকা। অর্থাৎ ৩১ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে ফ্লিপকার্ট। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

এছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে দেওয়া হবে ৬৯৯ টাকা ছাড়। অফার এখানেই শেষ নয়! ওপ্পো রেনো ১২ প্রো ৫জি কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ২৮,৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। আবার কেউ যদি মাসিক কিস্তিতে ফোনটি কিনতে চান তাহলে এর নো কস্ট ইএমআই শুরু হচ্ছে ৬,১৬৭ টাকা থেকে।

Oppo Reno 12 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে এই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১২০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। আর ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দ্বারা চালিত। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, ওপ্পোর নতুন ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৫০ মেগাহার্টজ তৃতীয় সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News