সেল ছাড়াই ১৮ হাজার টাকা ছাড়ে Apple iPhone 15, এক্ষুনি অর্ডার করুন

Apple iPhone 15 এর ১২৮ জিবি মেমোরি ভ্যারিয়েন্টের এমআরপি ৭৯,৬০০ টাকা। তবে অ্যামাজন এখন ১৭ শতাংশ ডিসকাউন্টে এটি ৬৫,৯০০ টাকায় তালিকাভুক্ত করেছে। অর্থাৎ ১৩,৭০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Update: 2024-11-17 08:03 GMT

নতুন কি আইফোন কেনার চিন্তা ভাবনা করছেন? কিন্ত সেল নেই বলে পিছিয়ে যাচ্ছেন? তাহলে বলি শপিং সাইট Amazon এখন কম দামে আইফোনের বেশ কয়েকটি কেনার সুযোগ দিচ্ছে। বিশেষ করে আপনি এখন Apple iPhone 15 মডেলটি অনেকটাই সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। এর উপর আকর্ষণীয় ডিল দেওয়া হচ্ছে। ফোনটি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার সহ তালিকাভুক্ত রয়েছে। আসুন গতবছরে বাজারে আসা আইফোনের এই মডেলটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Apple iPhone 15: অ্যামাজন ডিসকাউন্ট ও অফার

আইফোন ১৫ এর ১২৮ জিবি মেমোরি ভ্যারিয়েন্টের এমআরপি ৭৯,৬০০ টাকা। তবে অ্যামাজন এখন ১৭ শতাংশ ডিসকাউন্টে এটি ৬৫,৯০০ টাকায় তালিকাভুক্ত করেছে। অর্থাৎ ১৩,৭০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক অফার, যেখানে আরও ৪,০০০ টাকা সাশ্রয় করা যাবে।

এরজন্য আপনার কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের বা এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকতে হবে। এরপর আইফোন ১৫ এর মূল্য কমে দাঁড়াবে ৬১,৯০০ টাকায়। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করার সুবিধাও রয়েছে। এক্সচেঞ্জ অফারে ২৭,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া এর ইএমআই শুরু হবে ৩১৯৫ টাকা থেকে।

Apple iPhone 15 স্পেসিফিকেশন ও ফিচার

আইফোন ১৫ ফোনে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এতে পারফরম্যান্সের জন্য বায়োনিক এ১৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন সহ এসেছে। আইফোনটি ১২৮ জিবি ছাড়াও আরও অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টে কেনা যাবে।

ক্যামেরার কথা বললে আইফোন ১৫ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এর প্রাইমারি ক্যামেরা হল ৪৮ মেগাপিক্সেল। আর সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। ডিভাইসটি ইউএসবি টাইপ সি পোর্ট সহ এসেছে। এটি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে বলে অ্যাপল দাবি করেছে।

Tags:    

Similar News