গেমিংয়ের জন্য Samsung এর ফোন কেন খারাপ বিবেচনা করা হয়? রইল আসল কারণ
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বিক্রিবাট্টায় ভালোই বাজার দখল রয়েছে স্যামসাংয়ের। বিশেষ করে সংস্থার গ্যালাক্সি স্মার্টফোনগুলি। ক্যামেরা, ডিজাইন দারুন হলেও Samsung এর ফোন গেমিংয়ের জন্য ভালো না বলে বিবেচনা করা হয়।
ক্যামেরা, ডিসপ্লে কিংবা ব্যাটারি সবেতেই নিত্যনতুন চমক নিয়ে আসে Samsung। কিন্তু প্রশ্ন যখন গেমিং নিয়ে তখন ডাহা ফেল তারা। গেমিংয়ের জন্য অনেকেই নাকি স্যামসাংয়ের ফোন খারাপ বলে বিবেচনা করেন। স্যামসাংয়ের ফোনগুলি একাধিক বিভাগে সক্ষম হলেও বেশ কিছু কারণ রয়েছে যা গেমিংয়ের ক্ষেত্রে ভালো নয় বলে মনে করা হয়। বিশেষ করে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে।
প্রথম কারণ থার্মাল ম্যানেজমেন্ট
মোবাইল গেমারদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হল থার্মাল থ্রটলিং। যখন একটি ফোন তার প্রক্রিয়াকরণ শক্তিকে একটানা চাপ দেয়, যেমন তীব্র গেমিং সেশনের সময় তখন উল্লেখযোগ্য ভাবে তাপ উৎপন্ন হতে থাকে। পর্যাপ্তভাবে পরিচালিত না হলে, এই তাপ কার্যক্ষমতা হ্রাসের দিকে নিয়ে যেতে পারে। কারণ ফোনটি অতিরিক্ত গরম হওয়া রোধ করতে তার প্রক্রিয়াকরণের গতি কমিয়ে দেয়। স্যামসাং ফোনে উন্নত কুলিং সিস্টেমের অভাব রয়েছে বলে মনে করেন অনেকে।
দুর্বল সফ্টওয়্যার অপ্টিমাইজেশান
সফ্টওয়্যার অপ্টিমাইজেশান মোবাইল গেমিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ভালো-অপ্টিমাইজ করা ফোন কোনও বাধা ছাড়াই গেমপ্লে নিশ্চিত করে। হার্ডওয়্যার থেকে সর্বোচ্চ পারফরম্যান্স বের করতে পারে। দুর্ভাগ্যবশত, গেমিংয়ের জন্য স্যামসাংয়ের সফ্টওয়্যার অপ্টিমাইজেশান খুব বেশি উন্নত নয়। প্রতিযোগীরা যেখানে রিসোর্স ম্যানেজমেন্ট টুইক-সহ ডেডিকেটেড গেমিং মোড অফার করে, স্যামসাংয়ের পদ্ধতি সেখানে দুর্বল এবং আউটডেটেড।
টাচ স্যাম্পলিং রেট
টাচ স্যাম্পলিং রেট পরিমাপ করে যে ফোনের ডিসপ্লে কত ঘন ঘন টাচ ইনপুট রেজিস্টার হচ্ছে। বেশি টাচ হলে উচ্চ প্রতিক্রিয়াশীল টাচ শনাক্তকরণ হয়। যা ভারী মোবাইল গেমগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনা সংস্থার কিছু হাই-এন্ড গেমিং ফোনে ২০০০Hz-এর বেশি টাচ স্যাম্পলিং রেট রয়েছে। যা স্যামসাংয়ের ফোনে নেই। Galaxy S24 Ultra স্মার্টফোনে সর্বোচ্চ টাচ স্যাম্পলিং রেট ২৪০Hz।
ডেডিকেটেড গেমিং ইকোসিস্টেম
আসুস এবং রেড ম্যাজিকের মতো ব্র্যান্ডের গেমিং ফোনগুলিতে মোবাইল গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে একটি সম্পূর্ণ আলাদা ইকোসিস্টেম। গেমিং অভিজ্ঞতা উন্নত করার জন্য এই ডিভাইসগুলিতে প্রায়শই ক্লিপ-অন কন্ট্রোলার এবং কুলিং ফ্যানগুলির মতো হার্ডওয়্যার অ্যাড-অন অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে, স্যামসাং-এর ফোনে এই ধরনের ডেডিকেটেড বা অন্তর্নির্মিত গেমিং-কেন্দ্রিক বৈশিষ্ট্যের অভাব রয়েছে।