Redmi থেকে Poco, 10 হাজারের কমে সেরা 5G স্মার্টফোনের লিস্ট রইল

দুর্দান্ত ক্যামেরা, প্রসেসর এবং বিশাল ব্যাটারি সমৃদ্ধ একাধিক 5G স্মার্টফোন রয়েছে বাজারে। এগুলি অনলাইনে ই-কমার্স সাইট থেকে ১০ হাজার টাকার কমে কিনতে পারবেন। বাজেটের মধ্যে কোনগুলি সেরা হবে জেনে নিন।

Update: 2024-11-18 02:32 GMT

বর্তমানে বাজারে এখন অধিকাংশ 5G স্মার্টফোন। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ভোল বদলাচ্ছে ফোনেরও। এমন পরিস্থিতিতে যারা নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য বাজেটের মধ্যে, প্রিমিয়াম এবং ঠাসা ফিচার সমৃদ্ধ 5G ফোনের তালিকা রইল। এর তালিকায় Redmi, Poco, Lava, Infinix ব্র্যান্ডের প্রিমিয়াম স্মার্টফোন রয়েছে। আর সমস্ত ফোনের দাম ১০ হাজার টাকার কম।

১০ হাজারের নীচে সেরা ৫জি স্মার্টফোন

Poco M6 5G

পোকোর একটি নতুন ৫জি স্মার্টফোন। যেটির দাম ১০ হাজার টাকার কম। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মিলবে ৯০ হার্টজ রিফ্রেশ রেট-সহ একটি ৬.৭৪ ইঞ্চি ফুল-HD+ ডিসপ্লে। এতে রয়েছে ৫,০০০ এমইএইচ ব্যাটারি। মূল রিয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Infinix Hot 50 5G

ইনফিনিক্সের এই মোবাইল ফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। এতে ফিচার হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এটি ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ এসেছে।

Lava Blaze 2 5G

স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এতে আছে ৫০ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট দ্বারা চালিত। মিলবে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,০০০ এমএএইচ।

Redmi 13C 5G

আপনি এই ফোনটি ১০ হাজার টাকার কম দামে কিনতে পারবেন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা। ফোনের প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এই স্মার্টফোনে। এছাড়া ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ।

উপরোক্ত প্রত্যেকটি ফোনের দাম ১০ হাজার টাকা কিংবা তারও কম। পাবেন দারুন রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে বিশাল ব্যাটারি ক্যাপাসিটি এক চার্জে টানা অনেকক্ষণ ব্যবহার করতে সাহায্য করবে। উক্ত ফোনগুলি অনলাইন ছাড়াও অফলাইন থেকেও কিনতে পারবেন।

Tags:    

Similar News