Android Phone: গেস্ট অ্যাকাউন্ট থেকে ফাইল শেয়ারিং! অ্যান্ড্রয়েড ফোনের এই ৭ গোপন ফিচার জানলে অবাক হবেন
অ্যান্ড্রয়েড ফোনে বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকে যার সম্পর্কে টের পাননা অধিকাংশ ব্যবহারকারী। এগুলি জানতে পারলে আপনার ফোন আরও ভালো অভিজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে পারবেন।
প্রায়শই অ্যান্ড্রয়েড ও আইফোনের সঙ্গে ফিচারের তর্ক লাগে সোশ্যাল মিডিয়ায়। আইফোন একাধিক বিষয়ে এগিয়ে থাকলেও, খুব পিছনে থাকে না অ্যান্ড্রয়েড (Android)। কারণ গুগলের এই অপারেটিং সিস্টেমেও দুর্দান্ত কিছু ফিচার পাওয়া যায়। যদিও অনেকেই অ্যান্ড্রয়েড ফোনেও বেশ কিছু গোপন ফিচার সম্পর্কে জানেন না। এগুলি আপনার কাজ আরও সহজ করে তুলতে পারে। পাশাপাশি ফিচারগুলি জানলে আরও ভালো অভিজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে পারবেন আপনার স্মার্টফোন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ৭ গোপন ফিচার
স্ক্রিন পিনিং
কোনও অ্যাপের অ্যাক্সেস না দিয়ে কাউকে আপনার ফোন ব্যবহার করতে দিতে চান? অ্যান্ড্রয়েডে 'স্ক্রিন পিনিং' ফিচার নামে একটি টুল রয়েছে, যা স্ক্রিনে অ্যাপ লক করতে সাহায্য করে। এর জন্য সেটিংস-সিকিউরিটি-অ্যাডভান্সড-স্ক্রিন পিনিং-এ যান এবং এটি অন করুন।
গোপনীয়তার জন্য গেস্ট মোড
অন্য কাউকে স্মার্টফোন ব্যবহার করতে দেওয়ার পর ডেটা রক্ষা করতে চান? তাহলে গেস্ট মোডে স্যুইচ করতে পারেন। এই ফিচার অন করার জন্য নোটিফিকেশন বার নীচে সোয়াইপ করুন। তারপর আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন এবং গেস্ট মোড অন করুন।
স্মার্ট লক
বারবার পাসওয়ার্ড দিতে ক্লান্ত? স্মার্ট লক ব্যবহার করে সহজেই আপনার ফোনকে বিশ্বস্ত স্থানে বা বিশ্বস্ত ডিভাইসের কাছাকাছি আনলক রাখতে পারবেন। এর জন্য সেটিংসে গিয়ে সিকিউরিটি অপশনে ক্লিক করে স্মার্ট লক ট্যাব এনাবল করুন।
হিডেন সিস্টেম UI টিউনার
সিস্টেম UI টিউনার ব্যবহার করে অ্যান্ড্রয়েডের স্ট্যাটাস বার এবং নোটিফিকেশনগুলি কাস্টমাইজ করা সম্ভব। এর জন্য সেটিংস মেনুতে সেটিংস আইকনটি স্পিন না হওয়া পর্যন্ত প্রেস করে রাখুন৷ একবার চালু হয়ে গেলে, আপনি স্ট্যাটাস বার আইকন এবং আরও অনেক কিছু পরিবর্তন করতে পারবেন।
দ্রুত অ্যাপ স্যুইচিং
ফোনে থাকা অ্যাপ্লিকেশনগুলির মধ্যে স্যুইচ করতে হোম স্ক্রিনে ফিরে যেতে হবে না। দুটি রিসেন্ট অ্যাপ্লিকেশনগুলির মধ্যে দ্রুত সুইচ করতে টগল করতে রিসেন্ট অ্যাপ বাটনে ডবল ট্যাপ করুন।
অন্তর্নির্মিত স্ক্রিন রেকর্ডার
অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে স্ক্রিন রেকর্ডিং টুল পাওয়া যায়। এর জন্য সেটিংস মেনুতে সোয়াইপ করুন। স্ক্রিন রেকর্ডার আইকনে ক্লিক করে, ক্যাপচার করা শুরু করুন। মনে রাখবেন যে এই ফিচারটি বিভিন্ন অ্যাপের সীমাবদ্ধতার জন্য কাজ নাও করতে পারে।
নিয়ারবাই শেয়ারিং
ব্লুটুথ যুগের মতো আর কষ্ট করে ফাইল ট্রান্সফার করতে হবে না। ইন্টারনেট সংযোগ ছাড়াই কাছাকাছি অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল, ফটো বা অ্যাপ পাঠাতে Nearby Share ফিচার ব্যবহার করতে পারেন।