Phone Hack Signs: Phone Hack: ফোন হ্যাক হয়েছে কীভাবে বুঝবেন? এই ৭টি লক্ষণ দেখলেই সাবধান হোন
ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিক করার কারণে বা ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ডাউনলোড করার কারণে ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। কিন্তু কীভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে?
ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে ফোন হ্যাকিংয়ের ঘটনাও পাল্লা দিয়ে বাড়ছে। হ্যাকাররা নতুন নতুন উপায় খুঁজে বার করে স্মার্টফোন ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে। কখনও ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিক করার কারণে বা ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ডাউনলোড করার কারণে ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। কিন্তু কীভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে? এই প্রতিবেদনে আমরা ডিভাইস হ্যাক হলে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি সম্পর্কে আলোচনা করবো।
ব্যাটারি লাইফ
যদি আপনার ফোনের ভালো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার ফোন হ্যাক হয়েছে, কারণ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে স্পাই অ্যাপ চলার কারণে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ফোনের ব্যাটারির দিকে নজর দেওয়া প্রয়োজন।
ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ
আপনার ফোনে কোন কোন অ্যাপ ডাউনলোড আছে তা দেখে রাখা জরুরি। কখনও যদি দেখেন যে আপনার অনুমতি ছাড়া কোনো থার্ড পার্টি অ্যাপ ডিভাইসে অজান্তেই চলে এসেছে তাহলে ভয়ের কারণ হতে পারে। কারণ হ্যাকাররা ডেটা চুরির জন্য বিভিন্ন অ্যাপ ইনস্টল করিয়ে থাকে।
ডিভাইস অতিরিক্ত গরম হলে
স্পাই অ্যাপগুলি সাধারণত প্রতি মুহুর্তে ডিভাইসের লোকেশন ট্র্যাকিং করে থাকে, এর জন্য জিপিএস সিস্টেম ব্যবহার করে। এমন পরিস্থিতিতে আপনার ফোনের হার্ডওয়্যারের উপর বেশি চাপ পড়ে। এর ফলে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দেয়। তাই কোনো কাজ ছাড়া ডিভাইস গরম হলে সাবধান হোন।
ডেটা দ্রুত শেষ হয়ে যাওয়া
হ্যাকাররা আপনার ফোন ট্র্যাক করার চেষ্টা করার কারণে ডেটা খরচ বেড়ে যায়, ফলে দ্রুত ডেটা শেষ হয়ে যায়। তাই কোনো কাজ ছাড়াই যদি দেখেন ফোনের ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।
ডিভাইসে ত্রুটি নজরে আসা
ফোন হ্যাক হলে ডিভাইসের স্ক্রিন ফ্ল্যাশ করা, ঘনঘন ফোনের সেটিংস পরিবর্তন হওয়া বা ফোন কাজ না করার মতো ঘটনা দেখা যেতে পারে। এমনটা আপনার ফোনে হলে সাবধান হোন।
কলিংয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ
কিছু স্পাই অ্যাপ ফোন কল রেকর্ড করে। এমন পরিস্থিতিতে, যদি ফোন কল করার সময় ব্যাকগ্রাউন্ডে নয়েজ শোনা যায়, তাহলে আপনাকে সতর্ক হওয়া উচিত। কারণ এটিও হ্যাকিংয়ের লক্ষণ।
ভুয়ো ব্রাউজিং হিস্ট্রি
যদি দেখেন আপনি সার্চ করেননি এমন বিষয়ও ব্রাউজিং হিস্ট্রিতে দেখা যাচ্ছে তাহলে সতর্ক হোন। হ্যাকাররা ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ম্যালিশিয়াস ওয়েবসাইটের মাধ্যমে ডেটা চুরি করে।