Aadhaar Card Apply: নতুন আধার কার্ড কিভাবে তৈরি করবেন? নাম, ঠিকানা কিভাবে বদলাবেন

অফলাইন প্রক্রিয়ায় Aadhaar Card বানানোর জন্য একটি আইডি প্রয়োজন হবে। যেমন পাসপোর্ট, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড।

Update: 2024-11-16 06:47 GMT

Aadhaar Card Apply

আধার কার্ড বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে এটি রেজিস্ট্রেশন করার জন্য অনলাইন ও অফলাইন পদ্ধতি রয়েছে। এর পাশাপাশি, যদি কার্ডে কোনও ভুল থাকে সেটি নিকটবর্তী আধার অফিস অথবা অনলাইনে আপডেট করতে পারবেন। আজ এই প্রতিবেদনে আমরা নতুন আধার কার্ড (Aadhaar Card) তৈরির অনলাইন ও অফলাইন উপায় সম্পর্কে বলবো।

অফলাইনে আধার কার্ড কীভাবে তৈরি করবেন?

অফলাইন প্রক্রিয়ায় আধার কার্ড বানানোর জন্য একটি আইডি প্রয়োজন হবে। যেমন পাসপোর্ট, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড। এই কাগজপত্রগুলি নিয়ে আপনাকে নিকটস্থ আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। আপনি uidai.gov.in ওয়েবসাইটে ভিজিট করে নিকটস্থ নথিভুক্তকরণ কেন্দ্রের অনুসন্ধান করতে পারেন। এবার তালিকাভুক্তি কেন্দ্রে একটি ফর্ম পূরণ করার পাশাপাশিআইডি প্রমাণ জমা করতে হবে। তারপর ডকুমেন্ট যাচাই করা হবে। সেটা হয়ে গেলে বায়োমেট্রিক ডেটা দিতে হবে। যেখানে আপনার আঙুলের ছাপ এবং চোখের বায়োমেট্রিক নেওয়া হবে।

বায়োমেট্রিক এবং ছবি

আধার সেন্টারে একটি ছবি তোলা হবে আপনার। প্রক্রিয়া সম্পন্ন হল একটি এনরোলমেন্ট কাগজ দেওয়া হবে। এতে ১৪ সংখ্যার তালিকাভুক্তি নম্বর লেখা থাকবে। এই নম্বরের মাধ্যমে আপনি আধার কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আধার কার্ড পেতে সাধারণত ৯০ দিন সময় লাগে। কার্ড তৈরি হলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি মেসেজ পাবেন।

অনলাইনে আধার কার্ড বানানোর উপায়

অনলাইনে আধার কার্ড বানানোর জন্য Uidai.gov.in ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তারপর My Aadhaar অপশনে ক্লিক করে Book and Appointment অপশনে ট্যাপ করতে হবে। এবার লোকেশন সিলেক্ট করে Proceed Book and Appointment এ ক্লিক করতে হবে। পরের পেজে নতুন আধার নির্বাচন করে আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে।

এবার একটা ওটিপি আসবে মোবাইল নম্বরে। তা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তারপর নির্ধারিত সময়ে ও দিনে পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে যেতে হবে। এরপরে পরবর্তী প্রক্রিয়া অফলাইন প্রক্রিয়ার মতোই হবে। আপনার যদি আইডি না থাকে, তাহলে আপনাকে আপনার পরিবারের কোনও সদস্যের আইডি ব্যবহার করতে পারেন।

কিভাবে আধার কার্ডের নাম, ঠিকানা পরিবর্তন করতে হয়?

আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ডের ঠিকানা, নাম এবং জন্মতারিখ পরিবর্তন করতে চান তাহলে UIDAI ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য Uidai.gov.in-এ ক্লিক করার পর My Aadhaar-এর Update Aadhaar অপশনে ক্লিক করতে হবে। তারপর Update Demographics Data Online এ ক্লিক করুন।

এবার যেগুলি আপডেট করতে চান তা সিলেক্ট করুন। যেমন ঠিকানা, নাম বা জন্ম তারিখ। তারপর যা যা আপডেট করতে চান তার জন্য সহায়ক ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করুন। ঠিকানা আপডেট করতে চাইলে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসপোর্টের মতো ঠিকানার প্রমাণ আপলোড করতে হবে।

Tags:    

Similar News