নিজস্ব চিপ সহ নতুন বছরে HomePad Mini ও TV আনছে Apple

নিজস্ব ওয়াইফাই ও ব্লুটুথ চিপ তৈরি করছে অ্যাপল। আগামী বছর যে হোমপড মিনি ও অ্যাপল টিভি লঞ্চ হবে, তাতে থাকবে এই চিপসেট।

Update: 2024-12-13 13:31 GMT

নতুন বছরে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে Apple। ২০২৫ সালে Homepod মিনি এবং Apple TV লঞ্চ করবে সংস্থাটি। এই দুই ডিভাইসে থাকবে কোম্পানির তৈরি নিজস্ব চিপ। অন্য সংস্থাগুলির উপর নির্ভরশীলতা কমাতে অ্যাপল নিজেই ব্লুটুথ ও ওয়াইফাই চিপ বানানোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে ২০২৫ সালে নতুন উদ্ভাবনগুলি প্রকাশ পাবে। এটির নাম দেওয়া হয়েছে "প্রক্সিমা"। তৃতীয় পক্ষের সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতে এই পদক্ষেপ নিয়েছে অ্যাপল। জানা গিয়েছে, TSMC দ্বারা নির্মিত এই চিপটি Wi-Fi 6E স্ট্যান্ডার্ড সাপোর্ট করবে। অ্যাপলের হোম ডিভাইসগুলির জন্য উন্নত ব্যান্ডউইথ এবং দ্রুত ডেটা গতির দাবি করেছে সংস্থা।

মার্ক গুরম্যান জানিয়েছেন যে, প্রক্সিমা চিপটি প্রথম অ্যাপল টিভি এবং হোমপড মিনি হার্ডওয়্যারে প্রদর্শিত হবে। তারপর অন্যান্য ডিভাইসে এটি লঞ্চ করা হবে। দ্রুত ডেটা সিঙ্ক্রোনাইজেশন নিশ্চিত করবে প্রক্সিমা। প্রথম প্রজন্মের চিপটি অ্যাপলের সিলিকনের স্বাধীন কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।

এই ওয়্যারলেস চিপ একটি বিস্তৃত প্রযুক্তিগত রোডম্যাপের অংশ। যা হোম ডিভাইস ছাড়াও, অন্যান্য সিস্টেমে ব্যবহার করা যাবে। অ্যাপল ২০২৫ সালের পর আইফোনগুলিতে প্রক্সিমা প্রযুক্তি প্রসারিত করার পরিকল্পনা করেছে। ২০২৬ সালে আইপ্যাড এবং ম্যাকে দেখা যেতে পারে এই চিপ।

এই চিপ বিকাশ অ্যাপলের ইন-হাউস প্রযুক্তি প্রকল্পগুলির মধ্যে অন্যতম। আরও একটি উল্লেখযোগ্য চিপ হল, কাস্টম সেলুলার মডেম, যা ২০২৫ সালে iPhone SE এর সাথে আত্মপ্রকাশ হবে বলে আশা করা হচ্ছে। মডেমের কোড-নাম "সিনোপ”। কোয়ালকমের মতো তৃতীয় পক্ষের চিপ সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানোর জন্য এই পরিকল্পনা শুরু করেছে অ্যাপল।

Tags:    

Similar News