Google Play Best Apps: ২০২৪ সালে ভারতের সেরা অ্যাপ এটি, গেমে পুরস্কার জিতলো Squad Busters
হে অ্যালির তৈরি এআই চালিত ফ্যাশন স্টাইলিস্ট অ্যাপকে সেরা অ্যাপ্লিকেশনের তকমা দিল গুগল। এই অ্যাপে শরীরের ধরন, মুখের বৈশিষ্ট্য ভিত্তিতে ব্যক্তিগত ফ্যাশন পরামর্শ পাওয়া যায়।
২০২৪ সালের ভারতে সেরা অ্যাপ ও গেম বেছে নিল গুগল প্লে স্টোর (Google Play Store)। এই সমস্ত অ্যাপের পিছনে থাকা প্রতিভাবান বিকাশকারীদের সম্মান জানিয়েছে গুগল প্লে। পুরস্কারের তালিকায় ছিল ফ্যাশন স্টাইলিং, স্বাস্থ্য, ব্যয় ব্যবস্থাপনা, গেমিং এবং সংবাদের মতো বিভিন্ন বিষয়। ভালো বিষয় হল, ভারতীয় ডেভেলপাররা দাবি করেছেন, ‘বেস্ট অফ প্লে ২০২৪ ইন্ডিয়া’ অ্যাপ বিভাগে ৭ জন বিজয়ীর মধ্যে ৫ জন দেশীয় সংস্থা থেকে প্রতিনিধিত্ব করেছেন। যা ভারতের উদ্ভাবন ইকোসিস্টেমের অন্যতম মাইলফলক।
এই তালিকায় উল্লেখযোগ্য অবদান রেখেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মোবাইল অ্যাপ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছে এআই। বিশ্বব্যাপী মোট ডাউনলোড হওয়া দেশীয় অ্যাপের মধ্যে ২১ শতাংশ এআই। এই পরিসংখ্যান প্রমাণ করে এআইকে পূর্ণ শক্তিতে ব্যবহার করা শুরুন্তষ ভারতীয় অ্যাপ ডেভেলপাররা। দেশে প্রায় ১০০০টি অ্যাপ এবং গেমে কোনও না কোনও ভাবে এআই যুক্ত।
Google Play ২০২৪ সালের সেরা অ্যাপ
সেরা অ্যাপের তকমা পেয়েছে Hey Alle-এর Alle - Your AI ফ্যাশন স্টাইলিস্ট’ অ্যাপ। শরীরের ধরন, মুখের বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিগত ফ্যাশন পরামর্শ দেয় এই অ্যাপ।
এটি ছাড়াও বেস্ট ফর ফান পুরস্কারও জিতেছে অ্যাপটি।
খেলা এবং বিনোদন বিভাগে সেরা অ্যাপের পুরস্কার জিতেছে সোনিলিভ।
Google Play ২০২৪ সালের সেরা গেম
সাম্প্রতিক সময়ের গেমারদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ অর্থবর্ষে ২.৩ কোটি গেমার যোগ হয়েছে। ভারত এখন মোবাইল গেমিং অ্যাপ ডাউনলোডের বিচারে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে উঠেছে। সাপ্তাহিক গেম খেলার সময় গড়ে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই তালিকায় সেরা গেমিং অ্যাপের পুরস্কার জিতেছে Squad Busters। সেরা মেড ইন ইন্ডিয়া পুরস্কার জিতেছে Indus Battle Royale। আর সেরা অনগোয়িং গেমের পুরস্কার পেয়েছে Battlegrounds Mobile India বা BGMI। পার্সোনাল কম্পিউটারের জন্য সেরা গেম Tower of Adventures এবং সেরা মাল্টি ডিভাইস গেমের তকমা পেয়েছে Clash of Clans।