Spotify: ইউটিউব কে টেক্কা দিয়ে ভিডিও পরিষেবা আনল স্পটিফাই, অনলাইন আয়ের নতুন রাস্তা খুলে গেল
ইউটিউব কে টেক্কা দিতে এবার নতুন পরিষেবা নিয়ে হাজির হল জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify। এবার থেকে পডকাস্ট ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারবে ক্রিয়েটররা। স্পটিফাই এর এই নতুন পরিষেবার নাম রাখা হয়েছে 'পার্টনার পোগ্রাম,' যেখানে ক্রিয়েটররা ভিডিও থেকে আয় করার সুযোগ পাবে।
ইউটিউব কে টেক্কা দিতে এবার নতুন পরিষেবা নিয়ে হাজির হল জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify। এবার থেকে পডকাস্ট ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারবে ক্রিয়েটররা। স্পটিফাই এর এই নতুন পরিষেবার নাম রাখা হয়েছে 'পার্টনার পোগ্রাম,' যেখানে ক্রিয়েটররা ভিডিও থেকে আয় করার সুযোগ পাবে। এক্ষেত্রে থার্ড পার্টি বিজ্ঞাপন ভিডিওতে দেখানো হবে। এর আগে স্পটিফাই ক্রিয়েটরদের পডকাস্ট থেকে আয় করার সুযোগ দিত। এখন তাদের ভিডিও বানাতে এবং আয় করতে উৎসাহ দিচ্ছে প্ল্যাটফর্মটি।
Spotify দিচ্ছে পডকাস্ট ভিডিও থেকে ইনকাম করার সুযোগ
ইউটিউবের মতো স্পটিফাই এর পার্টনার পোগ্রামে ক্রিয়েটররা পডকাস্ট ভিডিওতে এনগেজমেন্টের উপর ভিত্তি করে আয় করতে পারবেন। অর্থাৎ যত মানুষ ভিডিও দেখবেন তত বেশি আয় করতে পারবেন। তবে ১,০০০ বা ১,০০,০০০ ভিউ হলে কত টাকা আয় হবে তা এখনও জানানো হয়নি। স্পটিফাই এর প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা বিজ্ঞাপন ছাড়াই শীঘ্রই পডকাস্ট ভিডিও দেখতে পাবেন। এরফলে অনেক ইউটিউব ব্যবহারকারী স্পটিফাই ডাউনলোড করে পছন্দের কনটেন্ট ক্রিয়েটরদের পডকাস্ট দেখবেন বলে মত বিশেষজ্ঞদের।
জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটির তরফে বলা হয়েছে, স্পটিফাই পার্টনার পোগ্রাম থেকে যারা আয় করতে চায় তারা ২ জানুয়ারি ২০২৫ থেকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। শুরুতে ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া ও কানাডায় এই পরিষেবা চালু করছে স্পটিফাই। মনিটাইজেশনের অনুমোদন পেয়ে গেলে ভিডিও থেকে আয় শুরু হবে।
স্পটিফাই বলেছে, শীঘ্রই তারা ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার নিয়ে আসবে। আমাদের অনুমান নতুন ফিচারের মধ্যে কমেন্ট, জুম, সার্চ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এরফলে সহজে ভিডিও খুঁজে পাওয়া যাবে এবং ভিউয়াররা পছন্দের কথা জানাতে পারবে। এছাড়া এখন ক্রিয়েটররা তাদের হোম ফিড ও অ্যাপের অন্যান্য জায়গায় শর্ট ভিডিও আপলোড করতে পারবে। এর মাধ্যমে বড় ভিডিও প্রোমোট করতে পারবে তারা। আবার স্পটিফাই ক্রিয়েটরদের ইউটিউবের মতো ভিডিও থাম্বনেইল আপলোড করার সুযোগ দেবে।